এখন পড়ছেন
হোম > জাতীয় > পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ? খোদ অমিত শাহের ডাকা বৈঠকেও হবে কি সমস্যার সমাধান? বাড়ছে জল্পনা

পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ? খোদ অমিত শাহের ডাকা বৈঠকেও হবে কি সমস্যার সমাধান? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি চিঠিকে ঘিরে জল্পনায় মেতেছে পাহাড়। ওই চিঠির থেকে জানা যাচ্ছে আগামী 7 ই আগস্ট দিল্লিতে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। কিন্তু এই বৈঠক ডাকার আসল উদ্দেশ্য কি, তা এখনো পরিষ্কার নয়। 2017 সাল থেকেই অশান্তির জেরে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছে। পাহাড়ের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস নিয়ে 2019 সালের বিজেপি জিএনএলএফ এর সমর্থন আদায় করে ব্যাপকহারে জয়লাভ করে দার্জিলিঙে।

তবে জিটিএ এর প্রশাসনিক কমিটির কর্তৃত্ব বিনয় তামাং নেতৃত্বাধীন মোর্চার হাতে থাকলেও পাহাড়ের রাশ কোন দলের হাতে, তা কিন্তু এখনো পরিষ্কার নয়। এই অবস্থায় মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর প্রথম পাহাড়ে বৈঠক ডেকেছে। তবে যেহেতু পাহাড়ের জিটিএ বৈধতা নেই বিমল গুরুং মোর্চার হাতে, তাই তাঁদের কাছে এই বৈঠক গুরুত্বহীন। অন্যদিকে, রাজ্য প্রশাসন বা জিটিএর তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই বৈঠকি চিঠি নিয়ে এখনো পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।

এছাড়া, এই বৈঠকে জিএনএলএফ অংশগ্রহণ করবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। তবে এই চিঠি দেখে অনেকেরই মত, পাহাড়ের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য এই বৈঠক হচ্ছে না। আর তাই নিয়ে এবার বিজেপি জোট সঙ্গীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে বলে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। অন্যদিকে পাহাড়ের বিজেপি নেতা সাংসদ রাজু বিস্তা ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘‘জিটিএ কাগজেকলমে রয়েছে। এরা মানুষের স্বপ্ন, আস্থা অর্জন করতে পারেনি। বিজেপি নিজেদের অবস্থানে অনড় আছে। আমরা গোর্খাদের পাশেই আছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সবাইকে অনুরোধ করছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিশ্চয়ই নতুন করে কিছু জানাবে।” অন্যদিকে এত বছরের মধ্যে এই প্রথম ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে পাহাড়ে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য অনুসরণ করে ইতিমধ্যে জাপের সভাপতি হরকাবাহাদুর ছেত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, পাহাড়ের স্থায়ী সমস্যার সমাধান যদি না হয় তাহলে কিন্তু এই সমস্যা পরবর্তীতে আরো বেড়ে উঠবে। ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও কি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে তাও স্পষ্ট নয়। তবে সম্প্রতি মোর্চার দুই নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এবং তারপরেই এই ত্রিপাক্ষিক বৈঠক। আর সেই সূত্র ধরে অনেকেই এর পেছনের উদ্দেশ্য খুঁজতে ব্যস্ত। আপাতত এই ত্রিপাক্ষিক বৈঠক কবে হয় এবং কিভাবে পাহাড়ের সমস্যার সমাধান হয়, সে দিকেই এখন নজর রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!