এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে এবার যুগান্তকারী পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, প্রসংসা অভিজ্ঞমহলে

পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে এবার যুগান্তকারী পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, প্রসংসা অভিজ্ঞমহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের যে সমস্যাগুলি রাজ্য সরকারকে বারবার ভাবায়, তার মধ্যে অন্যতম হলো পাহাড় সমস্যা। বারবার অভিযোগ উঠেছে যে, পাহাড়ের প্রকৃত উন্নয়ন হয়নি, কর্মসংস্থানের সুযোগ নেই, রয়েছে দুর্নীতির অভিযোগ, আর সেইসঙ্গে পাহাড়ে বারবার ঘটেছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। এই পরিস্থিতিতে কার্সিয়াংয়ে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন তিনি। সেই সঙ্গে দ্রুত সমস্যা সমাধানের জন্য গঠন করলেন স্টিয়ারিং কমিটি। যে কমিটি ডিসেম্বর মাসের মধ্যেই পেশ করতে চলেছে তার রিপোর্ট। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে প্রশংসা করেছে অভিজ্ঞমহল।

পাহাড়ের প্রকৃত উন্নয়ন ঘটে নি, এরকম অভিযোগ বারবার উঠেছে। এদিকে দার্জিলিং সফরে গিয়ে জিটিএর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিজেপির পক্ষ থেকেও এমন অভিযোগ অভিযোগ করা হয়েছে। এই আবহে দার্জিলিং সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, পাহাড় বাংলার অবিচ্ছেদ্য অংশ, আগে যেমন ছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে। এরপর পাহাড়ের পরিস্থিতি বিবেচনা করে পাহাড়ের সমস্যার দ্রুত সমাধান করতে স্টিয়ারিং কমিটি গঠন করেছেন তিনি। পাহাড়ে যেসব সমস্যা রয়েছে, তার সমাধান কিভাবে সম্ভব? তা নিয়ে গতকাল আলোচনা হয় প্রশাসনিক বৈঠকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর গঠন করা স্টিয়ারিং কমিটি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তার রিপোর্ট পেশ করতে চলেছে। স্টিয়ারিং কমিটিতে রাখা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, গোর্খা জনমুক্তি মোর্চার নেতা আনীত থাপা ও রোসন গিরিকে। তাঁরা ছাড়াও এই কমিটিতে থাকবেন বন দপ্তরের সচিব, উত্তরবঙ্গের চেম্বার অফ কমার্স, এছাড়া জিটিএর একাধিক প্রতিনিধিরা। পাহাড়ের সমস্ত সমস্যার বিচার বিবেচনা করবে এই কমিটি। কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব? সে কথাই রিপোর্টে জানানো হবে মুখ্যমন্ত্রীকে। এছাড়া মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছট পুজোর পর আবার তিনি পাহাড়ে যাবেন।

স্টিয়ারিং কমিটি গঠনের সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিয়েছেন, নতুন ভোটার তালিকা তৈরির কাজ চলছে। ভোটার তালিকা তৈরীর কাজ শেষ হলে প্রথমে জিটিএ নির্বাচন করা হবে, এরপর হবে পঞ্চায়েত নির্বাচন। পাহাড়ে জিটিএ নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচন দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়নি। এবার তাই দ্রুত নির্বাচনের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!