এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পাহাড়ে গিয়েই জমিয়ে প্রশাসনিক বৈঠক ধনকরের, জেলাশাসক-পুলিশ সুপারদের দিলেন ‘বিশেষ’ নির্দেশ!

পাহাড়ে গিয়েই জমিয়ে প্রশাসনিক বৈঠক ধনকরের, জেলাশাসক-পুলিশ সুপারদের দিলেন ‘বিশেষ’ নির্দেশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত কালই জানা গেছে, রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল জগদীপ ধনকর আগামী একমাস উত্তরবঙ্গে থাকতে চলেছেন। সেখান থেকেই তিনি যাবতীয় সরকারি কাজ করবেন বলে জানা যায়। উত্তরবঙ্গে পা দিয়েই শিলিগুড়ি থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবং সেখানেই তিনি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে তিনি কড়া ভাষায় বিবৃতি দেন প্রশাসনের বিরুদ্ধে। অন্যদিকে রবিবার শিলিগুড়ির সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকরকে দার্জিলিংয়ের জেলাশাসক ও পুলিশ সুপারকে চরম হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে।

আর তারপরেই কাজ হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ সোমবার দার্জিলিংয়ের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার তড়িঘড়ি পৌঁছান রাজ্যপালের আস্তানায়। আর সেখানেই তাঁদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যপাল। এই বৈঠকেই আগামী দিনে হতে চলা বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক নিরপেক্ষতা এবং আপোষহীনতা বজায় রাখার কথা বলেন রাজ্যপাল। প্রায় 45 মিনিট ধরে এই বৈঠক চলে বলে জানা গিয়েছে। বৈঠকের পর রাজ্যপাল জগদীপ ধনকর বরাবরের মতো আবারও একটি টুইট করেন। আর  টুইটের মাধ্যমেই জানা যায় দার্জিলিং থেকেই আপাতত তিনি কাজ করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিনের বৈঠকের উল্লেখ করেন রাজ্যপাল। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেন এবং লেখেন, কাজের সময় রাজনৈতিকভাবে নিরপেক্ষতা বজায় রাখা উচিত। অন্যদিকে এ দিনের বৈঠকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তোলেন রাজ্যপাল। যথারীতি তিনি সন্ত্রাসের অভিযোগ করেন। এ দিনের বৈঠকে উপরন্তু তিনি দার্জিলিংয়ের জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন, আগামী নির্বাচন ঘিরে যাতে কোনরকম অশান্তি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে। তিনি নিজেও সেদিকে নজর রাখবেন বলে জানিয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, পাহাড়ে পা দিয়েই যেভাবে রাজ্যপাল জগদীপ ধনকর প্রশাসনিক বৈঠক ডাকলেন এবং সেই প্রশাসনিক বৈঠকে যেভাবে যোগ দিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার, তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, এর আগে বহুবার রাজ্যপাল প্রশাসনিক বৈঠক ডাকলেও সেই বৈঠকে যোগ দেননি কেউই। অন্যদিকে পাহাড়ের রাজনৈতিক আবহাওয়া কিন্তু ইতিমধ্যেই পাল্টাতে শুরু করেছে। কারণ বিমল গুরুংয়ের আত্মপ্রকাশ। আর তারপরেই তড়িঘড়ি রাজ্যপাল জগদীপ ধনকরের পাহাড়ে পা। সব মিলিয়ে উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, সেদিকেই এখন কৌতুহলী নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!