এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পাহাড়ের রাজনীতিতে আবার চমক, আমিত শাহের ডাকে এবার ত্রিপাক্ষিক বৈঠক

পাহাড়ের রাজনীতিতে আবার চমক, আমিত শাহের ডাকে এবার ত্রিপাক্ষিক বৈঠক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পাহাড়ের রাজনীতিতে আবার নতুন মোড়। পাহাড়ের রাজনীতিতে এবার সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ হতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই বৈঠক কবে হবে তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বৈঠকের দিন ঠিক হবার পর সরকারিভাবে সমস্ত পক্ষকেই চিঠি দেওয়া হবে। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। অন্যদিকে ওই বৈঠকে দার্জিলিং এর বিধায়ক নীরজ জিম্বা এবং কাশ্মীরের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা হাজির ছিলেন বলে জানা গিয়েছে।

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিজেপির জোটসঙ্গী জিএনএলএফ প্রধান মন ঘিসিং, সিপিআইএম নেতা রত্নবাহাদুর রাই, বিজেপির জেলা সভাপতি কল্যাণ দেওয়ান সাংসদের সঙ্গে ছিলেন। অন্যদিকে পাহাড়ের সমস্যা নিয়ে দীর্ঘদিনের বিরোধীদের বিক্ষোভ ক্রমশ চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবিরের। একইসাথে বিজেপির জোটসঙ্গীরাও এবার মুখ খুলছে। এই পরিস্থিতিতে জোট প্রতিনিধিদের দাবি মেনে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন দার্জিলিংয়ের সাংসদ। কার্যত দীর্ঘদিন ধরে পাহাড়ে এগারোটি জনজাতির তপশিলি উপজাতি হিসাবে স্বীকৃতি পাওয়া থেকে শুরু করে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান এবং পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে সরব বিরোধীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে লোকসভা এবং বিধানসভা ভোটের আগে বারংবার পাহাড়ের মানুষদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু তা রক্ষা করা হয়নি। তাই এবার উঠে-পড়ে লেগেছে বিরোধীরা। অন্যদিকে এদিন বৈঠকের পর দার্জিলিং এর বিধায়ক নীরজ জিম্বা জানিয়েছেন, উপজাতি স্বীকৃতির বিষয়টি দ্রুত কেন্দ্র সমাধান করবে। পাশাপাশি লোকসভা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাও পূরণ করা হবে। প্রসঙ্গত, সংসদে অধিবেশন চলাকালীন পাহাড়ের সাংসদ পুরো সময় চুপ ছিলেন অভিযোগ তুলে 1 লা আগস্ট থেকে আমরণ অনশন শুরু করেন ভারতীপন্থী এবিজিএল এর সাধারণ সম্পাদক এসপি শর্মা।

বিজেপি বিরোধী বিভিন্ন দল এবং সংগঠন তাঁকে সমর্থন জানায়। কিন্তু দার্জিলিংয়ের মহকুমা শাসক তাঁকে অনশন প্রত্যাহারের আরজি জানানোর পর ত্রিপাক্ষিক বৈঠকের খবর আসায় অনশন প্রত্যাহার করেন এসপি শর্মা। কার্যত এতদিন পর প্রতিশ্রুতি রাখা নিয়ে যেভাবে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার, তাতে স্পষ্টত বোঝাই যাচ্ছে, পাহাড়ে ধীরে ধীরে বিজেপি বিরোধী শিবির জোট বাঁধতেই কেন্দ্রীয় সরকার তৎপর হতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। আপাতত পাহাড়ের রাজনীতিতে ত্রিপাক্ষিক বৈঠকের হাত ধরেই নতুন কিছু বদল আসে কিনা, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!