এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পাহাড়ের রাজনীতিতে আবার নতুন মোড়, এবার গুরুংয়ের হাত ধরলেন জেজেএম ২ এর নেতা

পাহাড়ের রাজনীতিতে আবার নতুন মোড়, এবার গুরুংয়ের হাত ধরলেন জেজেএম ২ এর নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পাহাড়ের রাজনীতিতে আবার নতুন মোড়। এবার পাহাড়ের অন্যতম নেতা বিনয় তামাং ফিরে গেলেন একদা সতীর্থ বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চায়। এই বদলের পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল, কিন্তু এতদিন নিশ্চিত হওয়া যাচ্ছিলনা। তবে বোঝা গেল, রাজনীতিতে কি না হয়। একদা মিত্র যখন তখন শত্রু হয়ে যেতে পারে, আবার একদা শত্রু সময় বিশেষে মিত্র হয়ে যেতে পারে। আর এটাই ঘটলো ঠিক পাহাড়ের রাজনীতিতে।

একটা সময় পাহাড়ের রাজনীতিতে বিমল গুরুং, অনীত থাপা, বিনয় তামাং সবাই এক ছাতার তলায় ছিলেন অর্থাৎ অবিভক্ত গোর্খা জনমুক্তি মোর্চা। কিন্তু পরবর্তীতে গোর্খা জনমুক্তি মোর্চার দুটি ভাগ তৈরি হয়। 2017 সাল থেকে এই গোর্খা জনমুক্তি মোর্চার ভাঙন শুরু হয়। পাহাড়ে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট বৈঠক যখন শুরু হয়, সেসময় হামলার অভিযোগ ওঠে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান নেতা বিমল গুরুংয়ের বিরুদ্ধে এবং সে সময়ে গোর্খা জনমুক্তি মোর্চা হয়ে যায় বিনয় তামাংয়ের। পরিস্থিতের চাপে পড়ে বিমল গুরুং চলে যান অজ্ঞাতবাসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দীর্ঘদিন পর বিমল গুরুং ফিরে আসেন এবং আবারও তিনি পাহাড়ে যান। অন্যদিকে ততদিনে গোর্খা জনমুক্তি মোর্চা 1 এবং 2 দুটো পার্টি সীলমোহর পেয়ে গিয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চা 1 এর দায়িত্বে বিমল গুরুং এবং গোর্খা জনমুক্তি মোর্চার 2 এর দায়িত্বে বিনয় তামাং এবং অনীত থাপা। কিন্তু এর পরেই সমস্যার শুরু হয়। একুশের নির্বাচনে যখন কালিম্পংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী জিতে যায়, তার সমস্ত কৃতিত্ইয়ে,নেয় অনীত থাপা। অন্যদিকে দার্জিলিং আসনটি হেরে গিয়ে বেশ কিছুটা পিছিয়ে যান বিনয় তামাং।

অন্যদিকে এই সুযোগে অনীত থাপা দলে নিজের গুরুত্ব বাড়াতে শুরু করেন। পরিস্থিতি প্রতিকূল হয়ে পড়ে বিনয় তামাং এর জন্য জেজেএম 2 তে। এই অবস্থায় বিনয় তামাং চলে গেলেন বিমল গুরুংয়ের কাছে। অর্থাৎ পাহাড়ে কিন্তু এখনো আড়াআড়ি হয়ে রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। এবার একদিকে বিমল গুরুং ও বিনয় তামাং এবং অন্যদিকে অনীত থাপা। অর্থাৎ পাহাড়ের মাটিতে আবারও নতুন সমীকরণ। আর এই নতুন সমীকরণের হাত ধরেই চলছে ঠান্ডা লড়াই। এই লড়াই এবার কোন দিকে নিজের অভিমুখ ঠিক করে, সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!