এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দার্জিলিংয়ের লেবংয়ে জনসভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লেবংয়ের জনসভা থেকে তিনি জানালেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে পাহাড়ের অবস্থা বদলে যাবে। আগামী ২ রা মের পর পাহাড়ে দীপাবলি হবে। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান করা হবে। দার্জিলিংকে মিউনিসিপাল কর্পোরেশন করা হবে। পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

প্রসঙ্গত, গোর্খাদের দীর্ঘদিনের দাবি গোর্খাল্যান্ড গঠন। গোর্খাল্যান্ড গঠনের কথা না বললেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধান কি হতে পারে? সে বিষয়ে চিন্তাভাবনা রয়েছে। দেশের সংবিধান অনেক বড়। পাহাড়বাসীদের তিনি আশ্বাস দিয়েছেন, পাহাড় সমস্যার স্থায়ী সমাধান কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে করবে। পাহাড়বাসীদের আর আন্দোলন করার দরকার হবেনা। ১১ টি গোর্খা গোষ্ঠীকে তপশিলী উপজাতির মর্যাদা দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন, গোর্খারা এদেশেরই লোক। এনআরসি নিয়ে তাদের ভয় না পেতে। মুখ্যমন্ত্রী তাদের মিথ্যা ভয় দেখাচ্ছেন। বাংলাতে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এলে পাহাড়ের উন্নয়ন ঘটবে। দার্জিলিংয়ের উন্নয়ন ঘটেনি। বিজেপি ক্ষমতায় এলে সকলকে এক ছাদের তলায় আনা হবে। গোর্খাদের দেশের মূল স্রোতের সঙ্গে জুড়ে দিতে হবে। গোর্খাদের এসসি স্ট্যাটাস দেওয়া হবে। ৬ মাসের মধ্যে তাদের প্রজাপাট্টা দেয়া হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পাহাড়ের চা বাগানের শ্রমিকদের উন্নতির জন্য ১ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার। চা শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে। পাহাড়ে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানে ৬০০ কোটি অর্থ ব্যয় করে করবে সরকার। গোর্খাভাষাকে প্রথম ১০০ টি ভাষার স্বীকৃতি দেয়া হবে। প্রসার ভারতী, দূরদর্শনে গোর্খা চ্যানেল তৈরি করা হবে। সিঙ্কোনা পার্কের পুনর্নির্মাণ করা হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!