এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাংলার মহারাজকে আটকাতে মরিয়া পাকিস্তান? অস্ট্রেলিয়া – ইংল্যান্ডকে নিয়ে বাজিমাত করবে দাদা?

বাংলার মহারাজকে আটকাতে মরিয়া পাকিস্তান? অস্ট্রেলিয়া – ইংল্যান্ডকে নিয়ে বাজিমাত করবে দাদা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারত এবং পাকিস্তানের মধ্যে চিরকালই যে একটা অন্তর্দ্বন্দ্ব ছিলো আর তা থাকবে, তার অনুমান সবাই প্রায় করতে পারেন। সে রাজনৈতিক ক্ষেত্রে হোক বা খেলার মাঠে। ভারতের সঙ্গে পাকিস্তানের খেলা মানেই একটু বেশি উত্তেজনা। তবে সম্প্রতি সেই উত্তেজনা মাঠ পেরিয়ে ঢুকে পড়েছে ক্রিকেট বোর্ডের অন্দরমহলে।

আইসিসি এর চেয়ারম্যান পদ থেকে শশাঙ্ক মনোহরের সরে যাওয়ার পরেই শুরু হয়েছে এই সমস্যা। চেয়ারম্যান নির্বাচনের এই প্রক্রিয়ায় ১৭ জনের ভোটের ওপর সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে একদল চাইছেন নির্বাচন হোক সংখ্যা গরিষ্ঠাতার দিক থেকে, আর অপরদল চাইছেন নির্বাচন হোক দুই – তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা এর মাধ্যমে। এবার এখানেই বেঁধেছে দ্বন্দ্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আইসিসি এর বোর্ড মিটিংএ এই বিষয়ে আলোচনা হলেও ভারত পাকিস্তান এর মধ্যে যে চাপা অন্তর্দ্বন্দ্ব চলছে, তা বুঝতে বাকি ছিল না কারো। সুতরাং এই পরিস্থিতিতে আলোচনা করে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই পথও নেই। তাই এত মতের অমিল হলে সেখানে নির্বাচনই একমাত্র উপায়।

সম্প্রতি বিশ্ব ক্রিকেট এর তিন বৃহৎ শক্তি ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে প্রতি বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে যথাক্রমে আছেন সৌরভ গাঙ্গুলি, কলিন গ্রেভস, ডেভ ক্যামেরন। তবে সংখ্যা গরিষ্ঠতা এর দিক থেকে বিচার করলে এদের মধ্যেই নির্বাচিত হবেন কেউ। সেক্ষেত্রে বাংলার দাদা শুধু খেলার মাঠেই নয়, বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবেও নিজেকে সুন্দর ভাবে প্রমাণ করেছেন, তা আমরা সবাই দেখেছি। এখন আন্তর্জাতিক স্তরে তিনি কিভাবে জিত ছিনিয়ে আনেন সেই দিকে তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!