এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পাখির চোখ ২০২১, বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়ে নয়া পদক্ষেপ বিজেপির, জেনে নিন

পাখির চোখ ২০২১, বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়ে নয়া পদক্ষেপ বিজেপির, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে বাংলা দখলে একেবারে রনং দেহী মূর্তিতে আবির্ভূত বিজেপি। বিহারের বিধানসভা নির্বাচনে জয়লাভ বিজেপির আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। বিহারের ভোট গণনার দিন কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন যে, বিহারের বিধানসভা নির্বাচনের চেয়েও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আরো ভালো ফল করবে বিজেপি। এর সঙ্গে সঙ্গেই দেশের আরো কিছু উপনির্বাচনে বিজেপির জয়লাভ আরো বেশি উদ্বুদ্ধ করেছে বিজেপিকে।

বাংলাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী নির্বাচনের ঘুটি সাজাচ্ছে বিজেপি। সম্প্রতি বঙ্গসফর করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মঙ্গলবার রাজ্য বিজেপির বৈঠকে এক বিশেষ সিদ্ধান্ত নেয়া হলো। এবারে রাজ্যে নির্বাচনী কৌশল বাস্তবায়িত করতে একটি বিশেষ টিম গঠন করা হলো রাজ্য বিজেপির পক্ষ থেকে। রাজ্যকে কয়েকটি জোনে ভাগ করে দিয়ে ভোটযুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বিজেপি।

আজ মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির একটি বিশেষ বৈঠকে পশ্চিমবঙ্গকে মোট ৫ টি জোনে ভাগ করে দিয়ে ভোটযুদ্ধে লড়াইয়ের বিশেষ পরিকল্পনা নিল বিজেপি। রাজ্যের এই পাঁচটি জোনের দায়িত্ব দেয়া হবে পাঁচজন কেন্দ্রীয় নেতাকে। এই পাঁচজন কেন্দ্রীয় নেতা হলেন সুনীল দেওধর, বিনোদ সোনকার, দুষ্মন্ত গৌতম, হরিশ দ্বিবেদী, বিনোদ তাওরে প্রমুখরা। এদেরকে করা হচ্ছে বিজেপির বাংলা জয়ের কান্ডারী। জেলা কমিটির সঙ্গে আলোচনা করে জোন ভিত্তিক দলের কর্মসূচি পরিচালনা করার দায়িত্বে থাকবেন এই পাঁচজন কেন্দ্রীয় নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যকে মোট পাঁচটি জোনে ভাগ করে দিয়ে এলাকাভিত্তিক জনসংযোগ বাড়ানোর বিশেষ কর্মসূচি গ্রহণ করবেন বিজেপির এই পাঁচজন কেন্দ্রীয় নেতা। সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোই হবে তাঁদের মূল লক্ষ্য। এদিকে তাঁরা দলের কাজ নিয়ে তার সমস্ত রিপোর্ট পাঠাবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। যে রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তারপর তা বাস্তবায়িত করা হবে।

প্রসঙ্গত আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি। বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপির সহকারি পর্যবেক্ষকের দায়িত্ব দেয়া হল বিজেপির আইটি সেলের সভাপতি অমিত মালব্যকে। কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে থেকে তিনি রাজ্যে দলের কাজ দেখবেন।

গতকাল রাতেই রাজ্যে এসেছেন বিজেপির আইটি সেলের সভাপতি অমিত মালব্য। যার ফলে আরও উদ্বুদ্ধ হয়ে উঠেছে বিজেপি। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনটি রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির জোরতার লড়াই হতে চলেছে। নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে উভয় দলই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!