এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন, দলের সংগঠনকে মজবুত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তৃণমূলের

পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন, দলের সংগঠনকে মজবুত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তৃণমূলের

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত জয়লাভ তৃণমূলের আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। রাজ্যের গন্ডি ছাড়িয়ে এখন দেশজয়ের প্রস্তুতি নিতে চলেছে তৃণমূল। এই পরিস্থিতিতে দলের সংগঠনকে মজবুত করার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল। এ কারণে আগামী সপ্তাহে বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে তৃণমূলে। সংগঠনে বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে আগামী সপ্তাহে।

জানা যাচ্ছে, আগামী সপ্তাহে জেলা কমিটির বেশকিছু পদাধিকারীর নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে জেলা সভাপতির অপসারণ ঘটিয়ে নতুন মুখ আনার সম্ভাবনা রয়েছে। তবে কোনো ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে আনার ক্ষেত্রে তাঁর পূর্বের পারফরমেন্সকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে। নির্বাচনের সময় তিনি কতটা সাফল্যের সঙ্গে নিজের কাজ করতে পেরেছেন? তার বিবেচনা করেই তাঁকে গুরুত্বপূর্ণ পদে আনা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনের সময় কে কতটা কাজ করতে পেরেছেন? কতটা সাফল্যের সঙ্গে কাজ করতে পেরেছেন? জনগণের সঙ্গে তাঁর কতটা যোগাযোগ রয়েছে? কতটা স্বচ্ছ তাঁর ভাবমূর্তি? এই সমস্ত কিছু বিবেচনা করেই তাঁকে পদে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবারের বিধানসভা নির্বাচন কে কেমন কাজ করেছেন? সেদিকে নজর রেখেছে দল। এবার তার ভিত্তিতে ফল প্রকাশ হতে চলেছে। ভালো কাজ করলে দল পুরস্কৃত করবে।

দলের যুব সংগঠনেও বেশ কিছু পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। এখন থেকে দলের যুব সংগঠনে ৪০ বছরের বেশি বয়স্কদের রাখা হবে না। সেইসঙ্গে জেলা সংগঠনেও বেশকিছু বিষয় নজরে রাখা হবে। পদাধিকারীদের স্বচ্ছ ভাবমূর্তি, মানুষের সঙ্গে যোগাযোগ, স্বচ্ছতা, নেতৃত্বের কৌশল, দক্ষতা সমস্ত কিছুর বিচার-বিবেচনা করে তাঁকে পদে আনা হবে। আবার, নিজের দায়িত্ব তিনি কতটা দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন? সে বিষয়গুলোও বিবেচনা করা হবে। এভাবেই আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দলের সংগঠনকে মজবুত করতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!