এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে ভারতের সঙ্গে যুক্ত হতে চায় এই অংশ! ঘুম উড়ছে ইমরান সরকারের?

পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে ভারতের সঙ্গে যুক্ত হতে চায় এই অংশ! ঘুম উড়ছে ইমরান সরকারের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পাক অধিকৃত কাশ্মীর বা আজাদ কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের বিবাদ দীর্ঘকালের। স্বাধীনতা লাভের পর কাশ্মীরের দখল নিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাধে ভারতের। শেষপর্যন্ত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে কাশ্মীরের উপর নিয়ন্ত্রণ রেখা টেনে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। নিরাপত্তা পরিষদের বদান্যতায় কাশ্মীরের কিছু অংশের উপরে পাকিস্তান কব্জা নেয় যা আজাদ কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর নাম পরিচিত হয়।

আর পাকিস্তানের দখলীকৃত এই কাশ্মীরের মধ্যে রয়েছে গিলগিট, বালতিস্তানের মতো বেশ কিছু স্থান। গত বছর রাষ্ট্রপতি তাঁর এক বিশেষ ঘোষণার দ্বারা কাশ্মীরের ৩৭০ ধারার অবলুপ্তি ঘটান। তার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন ভারতের পরবর্তী লক্ষ্য হতে চলেছে কাশ্মীরের পূর্ণ ভারতভুক্তি। এরপর দেশের বিদেশমনমন্ত্রকের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সম্পূর্ণ কাশ্মীর, জম্মু, লাদাখ ও গিলগিট বালতিস্তান ভারতের অংশ।

পাকিস্তান গিলগিট বালতিস্তান ছেড়ে দিক। বিদেশমন্ত্রকের এই ঘোষণা পাকিস্তানের হৃদকম্প বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এবার এলো আরেক ঝটকা। পাকিস্তানের জনৈক গিলিগিট নিবাসী সমাজকর্মী তথা গিলগিট বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ সেঙ্গে সেরিং পাকিস্তান ছেড়ে ভারতের সঙ্গে যুক্ত হবার ইচ্ছা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ” আমরা বিশ্বাস করি যে আমাদের অঞ্চল জম্মু ও কাশ্মীরের অংশ ছিলাম। ১৯৪৭ সালে রাজা হরি সিংয়ের চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙঅগে আমরা ভারতের অংশ হই। তিনি আইনত আমাদের রাজা ছিলেন। আমরা তৎকালীন ব্রিটিশ আইনের অধীনে ভারতের অংশের।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, “আগে গিলগিট বালতিস্তান জম্মু ও কাশ্মীরের অংশ ছিল। তবে ২০১৯ সালের ৫ অগাস্টের পর তা লাদাখের অংশ হয়ে যায়।”পাকিস্তানের মধ্যে সবদিক থেকে পিছিয়ে পড়া একটি রাজ্য হলো এই আজাদ কাশ্মীর। সেঙ্গে সেরিং মনে করেন, পাকিস্তান ছেড়ে যদি গিলগিট বালতিস্তান প্রদেশ ভারতের সঙ্গে যুক্ত হতে পারে তবে সেই স্থানগুলির অর্থনৈতিক উন্নতির একটা বিরাট সম্ভাবনা আছে।

পাকিস্তান কিন্তু এই এলাকাগুলির দাবি এতো সহজে ভারতে ছেড়ে দেবার নয়। পাকিস্তানের সুপ্রিমকোর্ট ইতিপূর্বে ডিসপিউটেড এলাকা গিলগিট বালতিস্তানে নির্বাচন করাবার নির্দেশ দিয়েছিল। কিন্তু বিতর্কিত এলাকায় নির্বাচনের নির্দেশ কখনোই দেশের আদালত বা সরকার দিতে পারে না, এই প্রশ্নে পাকিস্তানের সুপ্রিমকোর্টের বিরুদ্ধে বিরাট অভিযোগ আনে ভারত।

আবার একদিকে যেমন করোনা পরিস্থির মধ্যেও পাকিস্তান ভারতের উপরে জঙ্গি আক্রমণ বহাল রেখেছে, অন্যদিকে তেমনিই গিলগিট বালতিস্তানে নির্বাচন অনুষ্ঠিত করে স্থানগুলিতে নিজেদের দখল পাকাপোক্ত করার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রক পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেছে, গিলগিট বালতিস্তান সহ অবৈধভাবে দখলে রাখা কাশ্মীরের সমস্ত অংশ ভারতকে ফিরিয়ে দিতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!