এখন পড়ছেন
হোম > জাতীয় > পাকিস্তানে অত্যাচারিত হওয়া একই পরিবারের ১১ হিন্দু শরণার্থীর রহস্যজনক মৃত্যু! চাঞ্চল্য দেশজুড়ে

পাকিস্তানে অত্যাচারিত হওয়া একই পরিবারের ১১ হিন্দু শরণার্থীর রহস্যজনক মৃত্যু! চাঞ্চল্য দেশজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রীতিমতো রোমহর্ষক কান্ড ঘটেছে রাজস্থানের যোধপুরে। একই পরিবারের 11 জন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় এলাকাজুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে সাথে সাথেই পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা গছে। মৃত্যুর আসল কারণ কী তা স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে পুলিশের অনুমান পুরো ঘটনাটি আত্মহত্যার নামান্তর। রাজস্থানের যোধপুরের দেচু পুলিশ থানা এলাকার লোড়রা হরিদাসোতা গ্রামের পাশে একই পরিবারের 11 জনের দেহ উদ্ধার হয়েছে।

আর ঘটনা সামনে আসতেই হত্যা না আত্মহত্যা এই বিতর্ক ছড়িয়ে পড়েছে চারিদিকে। অন্যদিকে জানা গেছে, এগারোটি দেহের মধ্যে চারজন মহিলা, দুইজন বাচ্চা এবং পাঁচজন পুরুষ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পুলিশের হাতে এসেছে বলে জানা গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে তদন্ত সূত্র গুছিয়ে নিতে পৌঁছে গেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে জানা গেছে, যে 11 জন মারা গেছেন তাঁরা প্রত্যেকেই এক সময় পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে হিন্দু শরণার্থী হিসেবে ভারতে প্রবেশ করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশের সূত্র মারফত জানা যাচ্ছে, মৃতরা সবাই একটি ঘরের মধ্যেই থাকতেন। জানা গেছে, এনারা চাষবাসের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। অন্যদিকে এই ঘটনার পর হিন্দু শরণার্থীদের সাহায্যের জন্য যেসব সংগঠন কাজ করে, তাঁদের নেতারাও পৌঁছে গেছেন ঘটনাস্থলে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে থাকা এমন একজনের খোঁজ পাওয়া গেছে, যিনি অন্য জায়গা থেকে এসেছেন। পুলিশ এই মুহূর্তে তাঁকেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা যাচ্ছে।

এছাড়াও পুলিশ মৃতদের পরিজনদের সঙ্গেও কথা বলা শুরু করেছে। অন্যদিকে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে মৃত 11 জনের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে এই আত্মহত্যা সে কথা স্পষ্ট হয়নি এখনো। এই অবস্থায় স্থানীয় থানা শুরু করেছে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে প্রশ্ন উঠেছে, একই পরিবারের 11 জনের একসাথে মৃত্যু হলো, অথচ তা কেউ টের পেল না কিভাবে? আপাতত পুলিশ খোঁজ করতে শুরু করেছে, মৃত্যুর কারণ কি সুইসাইড না এর পেছনে অন্য কোনো চক্রান্ত কাজ করেছে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!