এবার বাংলার বুকেও পাকিস্তানী সাইবার দস্যুদের হানা আন্তর্জাতিক জাতীয় বিশেষ খবর রাজ্য December 7, 2017 এবার বাংলার বুকেও পাকিস্তানী সাইবার দস্যুদের হানা, বারুইপুর মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট পেজটি হ্যাক করে নিল পাকিস্তানী হ্যাকাররা। বারুইপুর মিউনিসিপ্যালিটির চ্যাট পেজে গেলেই প্রথমেই একটি জাভাস্ক্রিপ্ট পপ-আপ আসছে, যেখানে লেখা থাকছে জুনেইদ নামে একজন পেজটি হ্যাক করেছে। আর তারপরে পেজে গেলে দেখা যাচ্ছে সেখানে লেখা আছে – ভারতে নরেন্দ্র মোদী সরকার আসার আগে – সারা ভারতে খুব অল্প সংখ্যক ধর্ষণের ঘটনা কোনো হিন্দু-মুসলিম সংঘর্ষের খবর নেই বা থাকলেও অল্প কেউ খুন করার অভিযোগে খুন হয় নি বুরহান ওয়ানির মত ঘটনা বা কাশ্মীরের মত মত ঘটনা ঘটেনি সারা ভারতে কোথাও গোমাতার ব্যাপার ঘটেনি পাকিস্তানী অভিনেতাদের কাজ বন্ধ হয়ে যায় নি ভারতে নরেন্দ্র মোদী সরকার আসার পরে – বিদেশী পর্যটক সমেত সারা ভারতে ধর্ষণের ঘটনা বৃদ্ধি গোমাতার প্রবর্তন সংখ্যালঘু হত্যা বৃদ্ধি হিন্দু টেরোরিজম বৃদ্ধি পাকিস্তানী অভিনেতাদের কাজ বন্ধ মুসলমান, দলিত, খ্রিস্টান সমেত অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমন গরিব মানুষের জায়গায় রাসায়নিক অস্ত্রের উপর বাজেট বৃদ্ধি ইজরায়েল, আমেরিকা, ফ্রান্স ভারতকে ভালোবাসে কারণ ভারত তাদের রাসায়নিক অস্ত্র কেনে সুতরাং এটাই মোদী এবং যোগী সরকারের ভারতবাসীকে উপহার অভিনন্দন – এই উপহার রাখুন একদিন এই উপহার ভারত ভাগ করবে ভারতবাসী হাজার বছর ধরে অস্ত্র জোগাড় করেও কোনোদিন পাকিস্তানিদের হারাতে পারবে না সুতরাং নিজের বাবাকে ভুলে যেও না, বাবা বাবাই হয় আমরা আমাদের তরফ থেকে বারুইপুর মিউনিসিপালিটি এবং সাইবার ক্রাইম সেলের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছেও একান্ত অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব এই খবর তাঁদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আপনার মতামত জানান -