এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পাকিস্তানের পর চীনপ্রেমী প্রমানের চেষ্টায় তৃণমূলকে তুলোধোনা! ঝড় তুললেন হেভিওয়েট বিজেপি নেতা

পাকিস্তানের পর চীনপ্রেমী প্রমানের চেষ্টায় তৃণমূলকে তুলোধোনা! ঝড় তুললেন হেভিওয়েট বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিগত দিনে পুলওয়ামায় জঙ্গি হামলার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের বিভিন্ন মন্তব্যের পরে বিজেপির পক্ষ থেকে তাদের “পাকিস্তানের দালাল” বলে অভিযোগ করা হয়। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। সম্প্রতি চীনের সঙ্গে ভারতের সংঘর্ষ হতে দেখা গেছে। যেখানে প্রাণ হারিয়েছেন দেশের প্রায় কুড়ি জন জওয়ান। আর এর পরেই চীনের বিরুদ্ধে বদলা নেওয়ার রাস্তায় হাঁটতে দেখা গেছে ভারতকে।

ইতিমধ্যেই চীনের সমস্ত পণ্য বয়কটের পাশাপাশি 59 টি অ্যাপ বাতিল করেছে ভারত সরকার। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। যেখানে “চীনপ্রেমি” বলে তৃণমূলকে কটাক্ষ করে তুলোধোনা করার চেষ্টা করলেন।

সূত্রের খবর, এদিন তৃণমূলের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তিনি বলেন, “করোনা সংক্রমনের আগে পিপিই কিট একটাও ভারতে তৈরি হত না। অন্য দেশগুলো থেকে আনতে হত। টেস্টিং কিট চীন সহ অন্য দেশগুলো থেকে আনতে হত‌। ভেন্টিলেটর ভারতে তৈরি হতো না। মোদির উৎসাহ, ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতে তৈরি হচ্ছে টেস্টিং কিট। ভেন্টিলেটর দেশে তৈরি করা হচ্ছে। সেই কারণে দেশের ওপর ভরসা রাখুন। প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন। দেশের জনগণের উপর ভরসা রাখুন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি চিনকে চাপে রাখতে টিকটক সহ আরো 59 টি অ্যাপ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ভারত সরকার এর পরেই এই ব্যাপারে প্রশ্ন তুলতে দেখা গেছে তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে। যেখানে এই সমস্ত অ্যাপ ব্যান করলেও তার কোনো সমস্যা নেই বলে জানালেও, যারা বেকার হবেন, তাদের কি হবে, সেই ব্যাপারে প্রশ্ন তুলেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ।

এদিন নুসরাত জাহানের সেই কথাকে তুলে ধরেই তৃণমূলের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন রাহুল সিনহা। তিনি বলেন, “যত সংখ্যায় বেকার হচ্ছে, এইসব অ্যাপ নিষিদ্ধ হওয়ার পরে তার বেশি সংখ্যায় কারখানা দেশে তৈরি হবে। তৃণমূল এমন সব কথা বলেছে, পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পর, তাতে পাকিস্তান উৎসাহ পেয়েছে। বর্তমানে তৃণমূলের কথায় চীনের মনোবল বৃদ্ধি পাচ্ছে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অতীতে পুলওয়ামা হামলার পর তৃনমূলের একাধিক নেতা-নেত্রীর বিভিন্ন বিতর্কিত মন্তব্যের পর তাদের বিরুদ্ধে দেশদ্রোহের তকমা লাগাতে ময়দানে নামতে দেখা গিয়েছিল গেরুয়া শিবিরে। যার ফলে অনেকটাই চাপে পড়েছিল তৃণমূল কংগ্রেস।

আর এবার জনপ্রিয় চিনা অ্যাপগুলো নিষিদ্ধ করার পর যেভাবে তৃণমূল সাংসদ নুসরাত জাহান প্রশ্ন তুলেছেন, তাতে তার মন্তব্য তুলে ধরেই এখন তৃণমূলকে আরও কোণঠাসা করলেন বিজেপি রাহুল সিনহা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!