পঞ্চায়েত নির্বাচনের পিছনে মুখ্যমন্ত্রীর ‘অভিসন্ধি ফাঁস’ করে বিতর্ক বাড়ালেন মুকুল রায় রাজ্য May 3, 2018 আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় জটিলতার মূলে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! এমন অভিযোগই করলেন খোদ প্রাক্তন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতা এবং বর্তমানে বিজেপির হেভিওয়েট নেতা মুকুল রায়। বুধবার মালদহের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিজেপির দলীয় কর্মীসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। সভায় উপস্থিত হয়ে তিনি নানা প্রসঙ্গে রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রীকে বাক্যবাণে বিঁধলেন। রাজ্য সরকারের প্রতিটা পদক্ষেপের পিছনে দুরভিসন্ধি বিষয়ে আত্মবিশ্বাসী মুকুল রায় এদিন বললেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্যাডার দিয়ে ভোট করতে। সেই কারণেই এমন সমস্যা তৈরি হচ্ছে। তিনি কেন্দ্রীয় বাহিনীও আনতে চান না, উপরন্তু তিন দফার ভোট এক দফায় সারতে চাইছেন। এই অভিসন্ধি থেকেই পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনও উদ্দেশ্য রয়েছে। আর সেই উদ্দেশ্যই হল ক্যাডার দিয়ে ভোট করানো। গণতন্ত্রের কণ্ঠরোধ করে ভোটে জেতা।” আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এদিন রাজ্যের ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় শাসকদলের জয়লাভকে তীব্র বিদ্রুপ করলেন। অভিযোগের সুরে তিনি বললেন, “এই ভোটে নিশ্চিত হার জেনেই তৃণমূল কংগ্রেস ভোটকে প্রহসনে পরিণত করে চলেছেন। মানষকে বিভ্রান্ত করছেন। ভোট নিয়ে এই নোংরামো ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ। তিনি বলেন, নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না করেই নির্বাচনের দিন স্থির করা হয়েছে। প্রথমে তিন দফায় ভোট জানিয়েও, একই সংখ্যক নিরাপত্তাবাহিনী নিয়ে পরে এক দফায় ভোট করতে চাইছে। মনোনয়ন প্রত্যাহর পর্ব শেষ হয়ে গিয়েছে। ভোটের দিন এগিয়ে আসছে, অথচ এখন কোন বুথে কত পুলিশ, কোথায় নিরাপত্তা কেমন হবে, তা স্থির করে উঠতে পারেনি কমিশন। আসলে নির্বাচন কমিশন তো নামেই। সমস্ত ব্যবস্থা পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ মানুষের ভবিষ্যত্ নিয়ে ছিনিমিনি খেলছেন বাংলার মুখ্যমন্ত্রী। গ্রাম বাংলার উন্নয়ন ব্যাহত হচ্ছে নির্বাচন বিলম্বে। এখন এমনই অবস্থা বলা যাবে না ১৪ মে ভোট হবে। আবার বলা যাবে না ১৪ মে ভোট হবে না। এমন পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি। ” আপনার মতামত জানান -