এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পাঁচ বিজেপি বিধায়ক যোগ দিচ্ছেন তৃণমূলের? বিস্ফোরক তৃনমূলী মন্ত্রী! জানলে চমকে যাবেন!

পাঁচ বিজেপি বিধায়ক যোগ দিচ্ছেন তৃণমূলের? বিস্ফোরক তৃনমূলী মন্ত্রী! জানলে চমকে যাবেন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন হয়েছে। আর তারপরেই মতুয়া সম্প্রদায়ের কেউ সেখানে জায়গা না পাওয়ার কারণে পাঁচ বিজেপি বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। যাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সেই পাঁচ বিধায়ক এবার বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করছেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। যদিও বা বিজেপির রাজ্য নেতৃত্বে পক্ষ থেকে দাবি করা হয়েছে, টেকনিক্যাল সমস্যার জন্য এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়ে যখন ব্যাপক জল্পনা তৈরি হয়েছে, ঠিক তখনই এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যেখানে পাঁচ বিজেপি বিধায়কের ব্যাপারে জল্পনা বাড়িয়ে দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন পাঁচ বিজেপি বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “1998 থেকে বড় মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক। বিজেপি যে প্রতিশ্রুতি দেয়, সব ভাওতা। একটাও পালন করা হয়নি। মতুয়ারা ক্ষুব্ধ। তারা বুঝেছে, তাদের প্রতিশ্রুতি পালন হয়নি। একে একে সকলে গ্রুপ থেকে বেরিয়ে আসছেন। যারা বলছেন, আসতে আসতে বিজেপি ছাড়বেন, তারা বুঝেছেন, বিজেপি একটা ভাঁওতাবাজির দল। ওই পাঁচ জনের কেউ যদি যোগাযোগ করেন, তাহলে আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে তাদের দলে নিতে বলব। ওদের স্বাগত।”

বিশেষজ্ঞদের মতে, জ্যোতিপ্রিয় মল্লিক এই কথা বলে আরও জল্পনা বাড়িয়ে দিলেন। কি করবেন এই পাঁচ বিধায়ক, সেটা তাদের ব্যাপার। কিন্তু যে কথা বললেন রাজ্যের বনমন্ত্রী, তাতে পাঁচ বিজেপি বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হল বড়সড় জল্পনা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!