এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পাঁচ লক্ষ সরকারি পদ নষ্ট রাজ্যে? মমতা সরকারের দুর্নীতি ফাঁস! বিস্ফোরক বিজেপি!

পাঁচ লক্ষ সরকারি পদ নষ্ট রাজ্যে? মমতা সরকারের দুর্নীতি ফাঁস! বিস্ফোরক বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে যে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, ত বুধবার হাইকোর্টের ভর্ৎসনার মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গিয়েছে। যেখানে 2016 সালের চতুর্থ শ্রেণীর নিয়োগকে কেন্দ্র করে আদালতের পক্ষ থেকে তীব্র তিরস্কার করা হয় স্কুল সার্ভিস কমিশনকে। আর তারপরেই এই ব্যাপারে বাড়তি হাতিয়ার পেয়ে গিয়েছে বিরোধীরা। এবার এই গোটা বিষয়ে রাজ্যের অস্বস্তি বাড়ালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। যেখানে এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রায় 5 লক্ষ সরকারি পদ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি।

সূত্রের খবর, বুধবার এই ব্যাপারে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। আর সেখানেই এসএসসিকে যেভাবে আদালতের পক্ষ থেকে তিরস্কার করা হয়েছে, সেই বিষয়টি তুলে ধরেন তিনি। পাশাপাশি রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এই বিজেপি নেতা। এদিন এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “আমরা বারবার বলেছি, নিয়োগের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে অনিয়ম দোকানদারি চলছে। রাজ্যে পাঁচ লক্ষ সরকারি পদ নষ্ট করা হয়েছে। আজ হাইকোর্ট যে কথা বলেছে, তা সম্পূর্ণ নজিরবিহীন। রাজ্য সরকারের প্রত্যেকটি দপ্তরে নিয়োগের ক্ষেত্রেই কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বিজেপি যে এই গোটা বিষয়টিকে হাতিয়ার করে আগামী দিনে সরকারের বিরুদ্ধে পথে নামবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই এসএসসি আদালতে তিরস্কৃত হওয়ার পরেই 5 লক্ষ সরকারি পদ নষ্ট করা হয়েছে বলে সরকারের অস্বস্তি বাড়ালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!