এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের আগেই তৃণমূলকে রিঙের বাইরে ছিটকে দিতে বঙ্গে এবার জাঁকিয়ে বসতে চলেছেন ‘শাহী পঞ্চরত্ন’!

ভোটের আগেই তৃণমূলকে রিঙের বাইরে ছিটকে দিতে বঙ্গে এবার জাঁকিয়ে বসতে চলেছেন ‘শাহী পঞ্চরত্ন’!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচন থেকেই রাজ্যে নিজেদের প্রভাব বাড়াতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর তারপর থেকেই বাংলা দখলে বিজেপি জোর দিয়েছে। যেখানে অমিত শাহ থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা বারবার বঙ্গ সফর করে প্রমাণ করার চেষ্টা করেছেন, তাদের টার্গেট এবার বাংলা।

আর বঙ্গ বিজেপির নেতাদের ওপর নির্ভর করে যে বাংলায় পরিবর্তন আনা যাবে না, তা উপলব্ধি করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই এবার পাঁচ কেন্দ্রীয় নেতাকে রাজ্যের পাঁচটি জোনের দায়িত্ব দিয়ে বাংলার বিজয় নিশ্চিত করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। স্বাভাবিকভাবেই বিজেপির এই উদ্যোগকে কেন্দ্র করে এবার তৃণমূলের চাপ অনেকটাই বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, বর্তমানে তৃণমূলে ব্যাপক বিদ্রোহ চলছে। একের পর এক বিধায়ক প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। যার ফলে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে শাসকদলের। এমত পরিস্থিতিতে দলের গঠনতন্ত্র এবং শৃঙ্খলা নিয়ে কার্যত সমস্যায় পড়তে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর রাজনৈতিক আচার আচরণ নিয়েও জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর দলকে সাফল্য পাওয়ানোর দায়িত্ব নিলেও, বিজেপির পক্ষ থেকে পাল্টা পাঁচ নেতাকে যেভাবে দায়িত্ব দেওয়া হল, তাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে নিজেদের ঘর সামলানো কার্যত সমস্যা হতে পারে বলে মনে করছেন একাংশ। কেননা ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূল নেতাদের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন।

ফলে এই পাঁচ নেতা দায়িত্ব নেওয়ার পর তৃণমূলের বেশকিছু মহারথী বিদ্রোহ ঘোষণা করে পদ্ম শিবিরের নাম লেখাতে পারেন বলে জল্পনা ছড়াতে শুরু করেছে। আর তা যদি হয়, তাহলে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের নির্দেশ অনুসারে বাংলায় পদ্মফুলের জোয়ার আনতে এই পাঁচ নেতা তৃণমূলের অস্বস্তি দ্বিগুণভাবে বাড়িয়ে দেবেন বলেই দাবি বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞদের অনেকে আবার এটাও বলেছেন যে পাঁচ নেতাকে অমিত শাহ রাজ্যের দায়িত্ব দিয়েছেন তারা অতীতে বেশ অভিজ্ঞ এবং পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। অতীতে বিজেপির বিভিন্ন রাজ্যে নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রেই সমস্ত নেতারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং সেখানে ব্যাপকভাবে সাফল্য পেয়েছিল ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই বাংলায় তৃণমূল কংগ্রেসের মত শক্তিশালী দলকে ক্ষমতাচ্যুত করতে যখন অমিত শাহ টার্গেট দিয়েছেন, তখন পাঁচ নেতাকে দায়িত্ব দিয়ে বাংলাতেও বিজয় আনার চেষ্টা করছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য বলে মনে করছেন একাংশ। কেননা এবার যদি তৃণমূলকে বিজেপি ক্ষমতাচ্যুত করতে না পারে, তাহলে তাদের পক্ষে ভবিষ্যতে সেই হাওয়া তোলা আদৌ সম্ভব হবে কিনা, তা বড় প্রশ্নের বিষয়।

তাই এই পরিস্থিতিতে এবার বিন্দুমাত্র সুযোগ হাতছাড়া করতে নারাজ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই অতীতে বিভিন্ন রাজ্যে সাফল্যের পুরোভাগে যাদের কৃতিত্ব রয়েছে, সেই সমস্ত নেতাদের বাংলার পাঁচটি জোনে ভাগ করে তার দায়িত্ব দিয়ে বাংলায় গেরুয়া ঝড় তুলতে চাইলেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে একদিকে তৃণমূলের ঘুম উড়িয়ে সংগঠনকে চাঙ্গা করে অমিত শাহের নির্দেশানুসারে এই পাঁচ বিজেপি নেতা বাংলায় পদ্মফুল ফোটাতে কতটা সক্ষম হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!