এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের জন্য দায়ী দিলীপ ঘোষ দাবি রাজ্যের মন্ত্রীর

পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের জন্য দায়ী দিলীপ ঘোষ দাবি রাজ্যের মন্ত্রীর


পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোটের পরেও সন্ত্রাস অব্যাহত। ঝরেছে বহু রক্ত, অকালে গেছে বহু প্রাণ। সন্ত্রাস করছে শাসকদল এই দাবি বিরোধীদের আবার অন্যদিকে সন্ত্রাস করছে বিরোধীরা এই অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল।কিন্তু এবার রাজ্যের মন্ত্রী দাবি করলেন যে রাজ্যে সন্ত্রাস হয়নি। কিন্তু যা রটছে তার জন্য দায়ী বিজেপির দিলীপ ঘোষ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিকে সরাসরি আঙ্গুল তুললেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। আজ তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে তিনি দাবি করলেন যে, “রাজ্যের কোথাও সন্ত্রাস হয়নি। কোনও আতঙ্ক নেই। দিলীপ ঘোষ নিজের উক্তির মাধ্যমে গন্ডগোল ছড়িয়েছেন। সেই কারণেই প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হল। আমরা দিলীপ ঘোষের উক্তিগুলি একসঙ্গে করে প্রধানমন্ত্রীকে পাঠাব। দিলীপ ঘোষ উস্কানি না দিলে রাজ্যে এতকিছু হত না।” সাথেই তিনি দিলীপবাবুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি বলেন যে , “তৃণমূল এমনিই জিতবে। আমাদের গন্ডগোল করার দরকার হয় না। আমি আটবার জিতেছি। ভিনরাজ্য থেকে লোক আনা হয়েছিল। দিলীপ ঘোষের বাড়ির পাশের গ্যারাজে গিয়ে দেখুন সব বাইক সেখানে রাখা আছে। কারণ কোনও গাড়ির রেজিস্ট্রেশন নেই। আমি ঝাড়গ্রামের নির্বাচন সংক্রান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠাব।” এর পর তিনি কি কারণে নির্বাচন কমিশনে এসেছিলেন তা জানান। তিনি জানান যে পঞ্চায়েতে ঝাড়গ্রামের ভোটের দায়িত্বে ছিলেন তিনি আর সেখানে কিছু বুথে দেখা গেছে ভোটারের থেকে ব্যালটের সংখ্যা বেশি তাই সেই বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনে আসেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!