এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচন মিটতেই মুখ্যমন্ত্রীর হাত ধরে একগুচ্ছ কর্মসংস্থানের পথে রাজ্য সরকার

পঞ্চায়েত নির্বাচন মিটতেই মুখ্যমন্ত্রীর হাত ধরে একগুচ্ছ কর্মসংস্থানের পথে রাজ্য সরকার

2011 সালে রাজ্যে পালাবদলের পরই বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের জোয়ার আনার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সরকারের বিভিন্ন দফতরে কীভাবে আরও কর্মসংস্থানের পথ খোলা যায় তা নিয়ে ভাবনাচিন্তাও করেন তিনি। নবান্ন সূত্রে খবর,কিছুদিনের মধ্যেই রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে।পঞ্চায়েত ভোটের কারনে এই কর্মী নিয়োগ সম্ভব হয়নি এতদিন।এবারে  সেই নির্বাচন শেষ হতে না হতেই সেই ব্যপারে এগোতে চায় রাজ্য।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কোন কোন দফতরে হবে এই কর্মসংস্থান! নবান্ন সূত্রে খবর,ইতিমধ্যেই বিভিন্ন সরকারী দপ্তরে তিন হাজার পদে কর্মী নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে মন্ত্রীসভা।এই দপ্তরগুলি হল-শিক্ষা,স্বাস্থ্য,স্বরাষ্ট্র্ ও প্রানীসম্পদ সহ বেশ কয়েকটি বিভাগ।এছাড়াও এর সাথে রয়েছে গ্রুপ ডি পদে কয়েক হাজার কর্মী নিয়োগ। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে,বেশ কয়েকটি স্কুল ও কলেজে শিক্ষক ও শিক্ষাকর্মী নেওয়ার ব্যপারে চিন্তাভাবনা শুরু করেছে তাঁরা।তবে এনিয়ে বিজ্ঞপ্তি প্লকাশের নির্দিষ্ট দিনক্ষন এখনও জানাতে পারেনি তাঁরা। শিক্ষা দপ্তর আরও জানিয়েছে,পাবলিক সার্ভিস কমিশন,কলেজ সার্ভিস কমিশন ও অন্যান্য রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগে  কোনো হস্তক্ষেপ করবে না তারা। সব মিলিয়ে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে আরও একধাপ পা বাড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!