এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের ‘বাজার গরম’ করতে গিয়ে কমিশনের রোষে শাসক-বিরোধী একঝাঁক হেভিওয়েট

পঞ্চায়েতের ‘বাজার গরম’ করতে গিয়ে কমিশনের রোষে শাসক-বিরোধী একঝাঁক হেভিওয়েট


আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রচারকার্যে রাজ্যের শাসক দল এবং বিরোধীদলের কয়েকজন আপত্তিজনক কিছু ‘শব্দ’ এর ব্যবহার নিয়ে ঐসব নেতার থেকেই তাঁদের বক্তব্য শুনতে আগ্রহ প্রকাশ করলো রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে পাওয়া খবর অনুয়ারী রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এই তালিকাভুক্ত রয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দিলীপবাবু এদিন কমিশনের কাছ থেকে পাওয়া চিঠির কথা স্বীকার করলেও শুভেন্দুবাবু এমন কোনও ‘নোটিস’ কমিশনের তরফ থেকে পাননি বলে জানিয়েছেন। মন্ত্রী রবীন্দ্রনাথবাবু বললেন, ”চিঠি পেলে উত্তর দেব।” উল্লেখ্য উত্তর ২৪ পরগনার এক সভা থেকে দলের স্থানীয় প্রার্থীর প্রচারকার্যে দিলীপবাবু প্রতিপক্ষকে ‘অনাথ’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এই বক্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল। সেই বিষয়েই দিলীপবাবুর বয়ান জানতে চেয়েছে কমিশন। এই প্রসঙ্গে দিলীপ বাবু বললেন, ”আমি দুষ্কৃতীদের উদ্দেশে বলেছিলাম। তৃণমূল কেন ভাবছে, তাদের উদ্দেশে বলা হয়েছে? তবে কি শাসক দল নিজেদের দুষ্কৃতীদের সমতুল মনে করছে?” অন্যদিকে রাজ্যের দুই মন্ত্রীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ করছিলো গেরুয়া শিবির। পরিবহন মন্ত্রী শুভেন্দু বাবু এই প্রসঙ্গে বললেন, ”এই ধরনের চিঠি কেন আমি পাব? আমার মন্তব্য ভোটের বিজ্ঞপ্তি জারির আগে করেছিলাম। বিজেপি’র আইনকানুন জানা উচিত।” উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে আনা বিজেপির অভিযোগ সম্পর্কে জানা যাচ্ছে তিনি পুলিশের বিরুদ্ধে একটি আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন। যার জেরে বিজেপি কমিশনের কাছে অভিযোগ জানায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!