এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে নিরাপত্তার স্বার্থে তুলে নেওয়া হয়েছে মন্ত্রীর নিরাপত্তারক্ষী, জানালেন মন্ত্রী নিজেই

পঞ্চায়েতে নিরাপত্তার স্বার্থে তুলে নেওয়া হয়েছে মন্ত্রীর নিরাপত্তারক্ষী, জানালেন মন্ত্রী নিজেই

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রচার পর্বের শেষদিন ছিলো ১২ই মে , শনিবার। ঐ দিন দলের প্রার্থীদের হয়ে এই বছরের মতো শেষবারের জন্যে দলীয় প্রচারকার্যে বারাকপুর-২ ব্লকে বিলকান্ডা-১ ও বিলকান্দা-২ গ্রামপঞ্চায়েতে জনসভা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। এদিনের প্রচারসভা থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে  তিনি বললেন ,”আমরা সরকারে আছি। সুষ্ঠু ও অবাধ নির্বাচন আমাদের কাম্য। একটা পটকাও কোথাও আমাদের লোকজন ফাটায়নি।” পরক্ষণেই বিরোধী শিবির কে আক্রমন করে বললেন, “ওদের হামলায় আমাদের দলের চারজন খুন হয়েছেন। দু’জন গুলিবিদ্ধ। এই জেলায় কিন্তু কোনও বিরোধী দলের কর্মীর মৃত্যু হয়নি। সরকার অবাধ শান্তিপূর্ণ ভোট চায়। নিরাপত্তার স্বার্থে আমার ১০জন নিরাপত্তারক্ষী সরকার তুলে নিয়েছে।”  

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 এরপরই তিনি বললেন, “এই জেলায় বিরোধীরা খাতা খুলতে পারবে না। ওরা বিগ জিরো হবে পাবে। জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির কথা ছেড়েই দিন। গ্রামপঞ্চায়েতে মেরে কেটে কোথাও দুই, একটা কোথাও তিনটে আসন পাবে। ১৯৯টি গ্রামপঞ্চায়েতের একটাও বিরোধীরা পাবে না। মানুষ উন্নয়নের সঙ্গে রয়েছে।” প্রাক নির্বাচন পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের সাথে বিরোধী দলের তুলনামূলক আলোচনা করে খাদ্য মন্ত্রী বললেন ,”আমরা মানুষের সঙ্গে ফুটে রয়েছি আর বিরোধীরা কোর্টে রয়েছে।”  তাঁর মতে রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্যবাসীর প্রতি মুহূর্তের সাথে জড়িয়ে রয়েছে বিরোধীরা তাঁর কণাওমাত্র সময় ও রাজ্যের সাধারণ মানুষের জন্যে খরচ করেনা। এই কারণেই সাধারণ মানুষের পছন্দের দল হয়ে উঠতে পেরেছে তৃণমূল কংগ্রেস বলে তিনি মনে করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!