এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত থেকে ‘শিক্ষা’ নিয়ে মহেশতলা উপনির্বাচনে উপযুক্ত ব্যবস্থা প্রশাসনের

পঞ্চায়েত থেকে ‘শিক্ষা’ নিয়ে মহেশতলা উপনির্বাচনে উপযুক্ত ব্যবস্থা প্রশাসনের


আগামী ২৮ শে মে মহেশতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষ্যে ১০ কোম্পানি প্যারা মিলিটারি ফোর্স মোতায়েন করা হলো। ইতিমধ্যে ঐ ফোর্স সংশ্লিষ্ট এলাকা উপস্থিত হয়ে টহল দেওয়া শুরু করেছে। একই সাথে সেখানে রয়েছে রাজ্য পুলিশ বাহিনীও। সূত্রের খবর অনুসারে রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের পুনরাবৃত্তি রুখতে প্রশাসন মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে মহেশতলা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অধিবাসীদের একাংশ নির্বাচন বয়কটের দাবি করেছে বলে জানা গিয়েছে। তাদের কথা অনুসারে নির্বাচনের জন্য দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হয়নি বলেই তাদের বয়কটের সিদ্ধান্ত গ্রহণ। এর মধ্যেই মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বেশ কিছু বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কস্তুরী দাস সিপিএমের শমীক লাহিড়ীকে পরাজিত করেছিলেন। কিন্তু চলতি বছর ফেব্রুয়ারি মাসে কস্তুরী দাস’র মৃত্যু হয় । যে কারণে এই কেন্দ্রে উপ নির্বাচন হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!