এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েত নির্বাচনে মুকুল রায়ের ‘পারফরম্যান্স’ নিয়ে রিপোর্ট দিলেন কৈলাশ বিজয়বর্গীয়

পঞ্চায়েত নির্বাচনে মুকুল রায়ের ‘পারফরম্যান্স’ নিয়ে রিপোর্ট দিলেন কৈলাশ বিজয়বর্গীয়

রাজ্যে সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় নির্বাচনে দলের কার্য পদ্ধতি এবং ফলাফলে স্বভাবতই আনন্দিত পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। শুধু তাই নয় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাজ্যে পঞ্চায়েত নির্বাচন-কে কেন্দ্র করে আবর্তিত সন্ত্রাসের পরিবেশে প্রাণনাশের হুমকি উপেক্ষা করে  মুকুল রায় ও দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীদের আশা ব্যঞ্জক কর্ম তৎপরতায় মুগ্ধ ও বটে । মধ্যপ্রদেশ রাজ্যের এই বরিষ্ঠ নেতা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে নিজের প্রতিক্রয়া জানিয়ে বললেন, ” আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে কীভাবে সন্ত্রাস হয়েছে। কত মানুষ খুন হয়েছে, কত মানুষ আহত, কিছুই আপনাদের অজানা নয়। মনোনয়নপর্ব থেকেই আমাদের ওখানে বাধা দেওয়া হয়েছে। ভোট লুঠ, ছাপ্পা, ব্যালট ছিনতাইয়ের পরও ভারতীয় জনতা পার্টির যা ফলাফল হয়েছে তাতে আমি খুশি।”  উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের সময়সূচী প্রকাশের আগে বিজেপি মুকুল রায়কে নির্বাচন কমিটির আহ্বায়ক মনোনিত করেছিল। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকেই দলের সাংগঠনিক ক্রিয়া কলাপ সহ দলীয় কর্মী সমর্থকদের কার্য পদ্ধতি খতিয়ে দেখার একমাত্র উপায় বলে মনে করেছিলো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কারণ বিজেপির এখন লক্ষ্য আগামী বছরের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সর্বাধিক আসনে জয়লাভ করা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বললেন, ”পার্টির কার্যকর্তারা (নেতৃত্ব) প্রচুর পরিশ্রম করেছেন। মানুষের কাছে পৌঁছেছেন। তৃণমূল কংগ্রেসের আসল চেহারাটা মানুষকে বোঝাতে সমর্থ হয়েছেন। পশ্চিমবঙ্গে যেভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, তাতে পরিষ্কার হয়ে গিয়েছে এই রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই। বন্দুকের নলের ডগায় বিজেপি কর্মীদের দাঁড় করিয়ে ভয় দেখানো হয়েছে। তার পরেও আমরা মনোনয়ন জমা করতে পেরেছি।গুন্ডামির বিরুদ্ধে একজোট হয়ে পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলকে হারিয়ে দেখিয়ে দিয়েছি। এই পঞ্চায়েতের ফলাফল মানুষকে বিশ্বাস জুগিয়েছে, গণতন্ত্রকে রক্ষা করতে গুন্ডামির বিরুদ্ধে লড়াই করতে হবে। বাংলায় ভোট তো হয়নি, লুঠতরাজ চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটাকে জয় বলে মনে করেন, তবে বলতে পারি, তাঁর জয় দাঁড়িয়ে আছে মানুষের লাশের উপর।” প্রসঙ্গত সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিজেপির বিচ্ছিন্ন সাফল্যের ঘটনার প্রেক্ষিতে সংশয় প্রকাশ করে বলেছিলেন, “বিজেপি জিততেই পারে, তবে কতদিন ধরে রাখতে পারবে!”  এদিন বিজেপির সাফল্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার জবাবে কৈলাশ বিজয়বর্গীয় বললেন,”মানুষকে ভয় দেখিয়ে, গুন্ডামি করে, হুমকি দিয়ে অনেক কিছুই করা যেতে পারে। পশ্চিমবঙ্গের এই ভোটে তাই আমরা দেখেছি।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!