এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত মিটতেই পুরভোটের প্রস্তুতি নিয়ে সাজো সাজো রব শাসকদলের অন্দরে

পঞ্চায়েত মিটতেই পুরভোটের প্রস্তুতি নিয়ে সাজো সাজো রব শাসকদলের অন্দরে

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন মিটিতে না মিটতেই শাসক দলের কর্মী সমর্থকেরা তাদের স্থির করা নতুন লক্ষ্যে মনোনিবেশ করলেন। এবার তাদের লক্ষ্য হাওড়ায় পুরসভা নির্বাচন। প্রসঙ্গত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে অভাবনীয় সাফল্যের পরে স্বাভাবিক ভাবেই দলীয় নেতারা যথেষ্ট আত্ম বিশ্বাসী। চলতি বছর নভেম্বর মাসে হাওড়ায় পুরসভা নির্বাচন আয়োজিত হওয়ার কথা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই নির্বাচনকে লক্ষ্য করেই তৃণমূল কংগ্রেস এবার ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক রাজনৈতিক বৈঠক শুরু করে দিলো। দলীয় সূত্রে পাওয়া খবর অনুয়ারী পুরসভার প্রতিটি ওয়ার্ডেই আগামী দিনে এই সাংগঠনিক বৈঠক হবে। এই বৈঠকের লক্ষ্য হবে আরও ঐক্যবদ্ধভাবে পুরসভা নির্বাচনে লড়াইয়ের কৌশল গঠন সহ পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে অঞ্চলের সাধারণ মানুষকে  অবগত করা প্রভৃতি। গত রবিবার পুরনিগম এলাকার ৬৬ নং ওয়ার্ড দিয়েই এই সাংগঠনিক বৈঠক শুরু হল। এদিন হাওড়ায় দলের এই রাজনৈতিক কনভেনশনের উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ মজুমদার, ৬২ নং ওয়ার্ডের কাউন্সিলর কৈলাশ কুমার মিশ্র, দলের নেতা অনুপ্লব ঘোষ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!