এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েতের আগে পরে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশন

পঞ্চায়েতের আগে পরে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশন


পঞ্চায়েত নির্ঘন্ট ঘোষণা আগে ও পরে দফায় দফায় খোঁজ মিলেছে সন্ত্রাসের কার্যকলাপের। ভোট হয়েছে ১৪ ই মে। তাঁর প্রায় মাসখানেক আগে এপ্রিল নাগাধ মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে হামলাকারীদের আক্রোশের মুখে পড়েন বিশ্বনাথ কারক, মমতা কারক,রিনা কারক এবং ঝর্না দাস। পুলিশের উপস্থিতিতেই চলতে থাকে প্রার্থীদের উপর মারধোর। শুধু তাই মহিলাদের হেনস্থা করতে তাঁদের শাড়ি ধরেও টানা হয়। এছাড়াও নির্বাচনের আগেরদিনও কাকদ্বীপের বুধাখালিও খবরের শিরোনামে আসে বাম তরফের সমর্থক দেবব্রত দাস ও তাঁর স্ত্রী উষারাণী দাসের আধপোড়া মৃত দেহ উদ্ধার কান্ড নিয়ে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযোগ উঠেছে যে বঙ্গের হিংসার রাজনীতিতে বলি হয়েছে মহিলাদের সম্মানও। কিন্তু সে ব্যাপারে প্রতিবাদ করতে স্বস্তঃস্ফূর্তভাবে রাজ্যের  মহিলা কমিশনকে এগিয়ে আসতে দেখা যায়নি। এজন্য ভীষণভাবে ক্ষুদ্ধ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তাই বিষয়টি খতিয়ে দেখতে তিনি নিজেই আসছেন পশ্চিমবঙ্গে। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

এদিন চলভাষে রেখা দেবী জানান যে তাঁর কাছে নাকি ভোটের আগে ও পরে বিরোধীদলের সমর্থকদের উপর করা নির্যাতনের বেশকিছু অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে রাজ্য ডিজির কাছে জবাব চাইলে তিনি নিরুত্তর থাকেন। এমনকি রাজ্য মহিলা কমিশনও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আর একের পর এক রাজ্যের শাসকদলের কোপের মুখে পড়েছে বিরোধীদলগুলো। মহিলাদেরও ছাড়া হয়নি। তাই তিনি এবার কারোর উপর দায়িত্ব না চাপিয়ে নিজেই আসছেন বিষয়টি খতিয়ে দেখতে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন যে রাজ্যে আসছেন তা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়কে চলভাষে জানানো হলে তিনি পুরো বিষয়টা শুনেও কোনো প্রতিক্রিয়া দেননি। বর্তমানে তিনি লন্ডন সফরে আছেন। এমনটাই জানা যাচ্ছে রাজনৈতিক সূত্রের খরব থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!