এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজ্যনেতৃত্ব কড়া নির্দেশিকা দিলেও পঞ্চায়েতে পদ পেতে তীব্র রেষারেষি শুরু শাসকদলের অন্দরে

রাজ্যনেতৃত্ব কড়া নির্দেশিকা দিলেও পঞ্চায়েতে পদ পেতে তীব্র রেষারেষি শুরু শাসকদলের অন্দরে

পঞ্চায়েত নির্বাচন পর্বে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যেমন উত্ত্যক্ত ছিল দিনহাটা এলাকা,ঠিক একইরকমভাবে এলাকায় অশান্তির আবহ তৈরি হল পঞ্চায়েত বোর্ড গঠনের দিন এগিয়ে আসতেই। অত্যন্ত পরিকল্পনামাফিকই এলাকায় হিংসা ছড়ানো হচ্ছে। অথচ এর নেপথ্যে যারা রয়েছে তাঁরা নিজেদের গা বাঁচিয়ে চলছে। গীতালদহ,বুড়িরহাট আবুতারা গোসানিমারি নয়ারহাট,পেটলা,সিতাই,নাজিরহাট,শালিমারা সহ দিনহাটার বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষমতা জাহির করতে তৃনমূলের যুব এবং মাদারের মধ্যে রেষারেষি চলছে।  ভরদুপুর হোক কিংবা নিশুতি রাত বাজারে,মাঠে-ঘাটে,ফাঁকা জায়গায় বোমাবাজি করে নিজেদের দাপট দেখাতে ব্যস্ত দুই দলই।

সম্প্রতি বোমাবাজির জেরে পেটলা,নাজিরহাট,গীতালদহে  রাতের ঘুম নষ্ট হয়েছে বলে দাবি বাসিন্দাদের। স্থানীয়দের পাশাপাশি আতঙ্কিত ব্যবসায়ীরাও। ভয় তাঁরা দোকানের ঝাঁপ খুলতে পারছে না। তেমনি বাজারে যেতে ভয় পাচ্ছে এলাকাবাসীও। এমনটাই অভিযোগে জানিয়েছেন স্থানীয়রা। তিতিবিরক্ত ব্যবসায়ীরা বারবার গন্ডোগোলের জেরে প্রতিবাদ জানাতে রাস্তাও নেমেছে। এমনকী ব্যবসায়ীদের একাংশ হুঁসিয়ারী দিয়ে এটাও জানিয়েছেন যে,ফের কোনো রাজনৈতিক দলের গন্ডোগোল পাকানোর আঁচ পাওয়া গেলে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের ডাক দেবেন তাঁরা।

শাসকদলের গোষ্ঠীগুলো ত্রিস্তর পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলো দখলে নেওয়া জন্যেই এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করছে। বাসিন্দাদের একাংশের দাবী,গীতালদহ,গোসানিমারি,পেটলা,মাতলহাট ভেটাগুড়ির বেশ কিছু এলাকায় যুবরা শক্তিশালী। অন্যদিকে নয়ারহাট,আবুতারাতে মাদারদেী দাপট রয়েছে। সেই দাপট ধরে রাখার জন্য বোমাবাজি করে আতঙ্কের পরিবেশ বাঁচিয়ে রাখছে তাঁরা। আগামী দিন এই সমস্যা রক্তারক্তি ও খুনোখুনির পর্যায়ে চলে যেতে পারে বলেই আশঙ্কা করছে গ্রামবাসীরা।

উল্লেখ্য,তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, দিনহাটা-২ ব্লকে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ আসনে নিরঙ্কুশভাবে জয় লাভ করেছে। কিন্তু ঝামেলা বেঁধেছে দিনহাটা-১ ব্লকে বোর্ড গঠন নিয়ে। এদিকে নির্দলদের নিয়েও টানাপোড়েন বজায় রয়েছে। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি,নারায়ণ চন্দ্র মোদক এ প্রসঙ্গে জানান, দিন কয়কে আগে মুখ্যমন্ত্রী চ্যাংরাবান্ধায় এসে দিনহাটায় শান্তি শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দিয়েছিলেন। এরপর ব্যবসায়ীরাও দফায় দফায় এলাকায় শান্তি ফেরানোর আর্জি জানিয়েছেন কিন্তু তারপরও অবস্থার পরিবর্তন হয়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

আতঙ্ক অব্যাহত রয়েছে। তৃণমূলের দিনহাটা-২ ব্লক সভাপতি এবং জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মীর হুমায়ুম কবির কর্মীদের জানিয়েছেন কোনো প্ররোচনায় পা না দিতে। কোনোরকম পক্ষপাতিত্ব ছাড়াই পুলিশকে স্টেপ নিতেও বলেন তিনি। ওদিকে,যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছেন। কোথাও কোনো অশান্তির বাতাবরণ না তৈরি করারও অনুরোধ জানিয়েছেন তিনি। পুলিশও তাঁদের তরফ থেকে  পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযোগ্য ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দিয়েছে। এখন কতোদিনে এই হিংসার আগুন থামে সেটাই দেখার!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!