এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের ফলের জেরে জেলা নেতৃত্ত্বে বড় রদবদল শাসকদলে, বড় পদে একদা মুকুল-ঘনিষ্ঠ বিধায়ক

পঞ্চায়েতের ফলের জেরে জেলা নেতৃত্ত্বে বড় রদবদল শাসকদলে, বড় পদে একদা মুকুল-ঘনিষ্ঠ বিধায়ক


বিধায়ক হলেও এতদিন জেলা স্তরে কোনও দলীয় পদে ছিলেন না তৃনমূলের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় ঘনিষ্ট বিধায়ক শিউলি  সাহা। বরং দলীয় কোন্দলের জেরে একসময় শিউলদেবীকে তাঁর নিজের নির্বাচনী ক্ষেত্রে যেতে নিষেধ করেছিল দল। পরে অবশ্য সে নিষেধাজ্ঞা উঠে যায়। এবারে সেই একসময় তৃণমূলে থাকা বর্তমানে বিজেপি নেতা মুকুল রায় অনুগামী হিসাবে পরিচিত শিউলিদেবীকে যে নয়া দায়িত্ব দিল শাসকদল তৃনমূল কংগ্রেস।

দলীয় সূত্রের খবর, এবার পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তুলনায় খুব একটা ভালো ফল হয়নি তৃনমূলের। দলের নেতৃত্বের কারনেই যে এই হার তা বুঝতে পেরে বেশ কিছুদিন আগেই জঙ্গলমহলের ঝাড়গ্রামে দলীয় নেতৃত্বে পরিবর্তন এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গত বৃহস্পতিবার  ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠান শেষে বিকেলে জেলা নেতাদের নিয়ে বৈঠক করেন তৃনমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যেখানে ছিলেন জেলার সাংসদ, বিধায়কেরা। জানা যায়, এদিনের বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলায় রদবদলের কথা জেলা নেতাদের জানিয়ে দেন তৃনমূল নেত্রী। তৃনমূল সূত্রের খবল, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে এবার দলের ফল খারাপ হওয়ায় এই ব্লকের সভাপতি রবি রায়ের আনা হয়েছে এক সময়কার তৃনমূলের প্রাথমিক শিক্ষা সংগঠনের জেলা সভাপতি চন্দন সাহাকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এদিকে এই ব্লকের বাসিন্দা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কাবেরী চট্টোপাধ্যায়কে মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী থেকে সরিয়ে দিয়ে তাঁকে জেলা মহিলা তৃনমূলের কার্যকারী সভানেত্রীর পদে বসানো হয়েছে। এছাড়াও এই মহিলা শাখার কার্যকারী সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ডেবরার বিধায়ক সেলিমা খাতুন। অন্যদিকে জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি উত্তরা সিংহকে দলের পুরনো পদে ফিরিয়ে এনে তাঁকেই মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী হিসাবে দ্বায়িত্ব দিয়েছে দল।বদল হয়েছে তৃণমূলের জেলা এসসি শাখার সভাপতি পদেও। নতুন সভাপতি হয়েছেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলুই।

অন্যদিকে এসটি শাখার জেলা সভাপতি হয়েছেন ভদ্র হেমব্রম। কওসর আলি সংখ্যালঘু শাখার জেলা সভাপতি দ্বায়িত্ব পেয়েছেন। তবে মেদিনীপুর শহর তৃনমূলের সভাপতি তথা গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তীকে সরিয়ে দ্বায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ পান্ডবকে। যেখানে কার্যকরী সভাপতি হয়েছেন স্নেহাশিস ভৌমিক। তবে এত বদলের পরও সবথেকে নজড় কেড়েছে একসময়ের মুকুল রায় ঘনিষ্ট তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহার পদপ্রাপ্তি। এতদিন কোনো পদ না থাকলেও এবার সেই শিউলি সাহাকে জেলা তৃনমূলের এসসি সেলেল কার্যকারী সভানেত্রীর দ্বায়িত্ব দেওয়ায় জোর জল্পনা রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!