এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত শেষ তবে কি এবার দল ডানা ছাঁটতে চলেছে শোভনের

পঞ্চায়েত শেষ তবে কি এবার দল ডানা ছাঁটতে চলেছে শোভনের

দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতির পদ থেকে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে অপসারণের জল্পনা চলছে নবান্নে। জানা যাচ্ছে, এই পরিকল্পনা নাকি পঞ্চায়েত নির্বাচন পর্বের আগেই করেছিলো রাজ্য সরকার। এবার ভোটের ফলাফলের পরে সেই পরিকল্পনাতেই পড়তে চলেছে শীলমোহর। মেয়রবাবু জায়গা নিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের নতুন সাংসদ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের প্রিয় মুখ শুভাশিস চক্রবর্তী। এছাড়াও অন্যান্য কোন কোন নেতা নতুন পদাধিকারী হবেন তা নিয়েও ছক কষা চলছে শাসকদলের অন্দরে। আর এই পুরো নির্বাচন পর্বের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে শাসকদলের ভরসাযোগ্য নেতা সুব্রত বক্সীকে এবং জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ এঁরা নির্বাচন পর্বে জেলার নেতাদের কর্যকলাপ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রের খবর থেকে আরো জানা যাচ্ছে যে, কিছুদিন আগে মেয়রপত্নী রত্না চট্টোপাধ্যায়কেও সরানো হয়েছে তৃণমূল জেলা সভানেত্রীর পদ থেকে। শোভনবাবুকেও যে সরানো হবে এ উড়ো খবর তাঁর কানেও এসেছিলো। পঞ্চায়েত ভোটের আগেই এই দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতির পদ থেকে অব্যহতি মিলতো শোভন বাবুর। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে সাংগঠনিক পরিবর্তন চাননি বলেই এখন এ খবর প্রকাশ্যে আসছে। তৃণমূলের এক নেতা জানিয়েছেন ” একটা সময়ে ঠিক হয়েছিল শুভাশিসকে পঞ্চায়েত নির্বাচনের আগেই জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হবে। কিন্তু শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত স্থগিত রাখেন। ওই জেলায় তৃণমূল ভালো ফল করেছে। তাই এবার ‘মহার্ঘ’ পুরস্কার নিশ্চিত শুভাশিসের জন্য।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!