এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের মুখে এবার স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর রাজ্য সরকারের

পঞ্চায়েতের মুখে এবার স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর রাজ্য সরকারের


মাত্র কদিন আগে সর্বশিক্ষা মিশনের রিপোর্ট প্রকাশিত হয়। যার মাধ্যমে বহু সরকারি ও সরকার পোষিত স্কুলের পরিকাঠামোরর ত্রুটির বিষয়ে জানতে পারা যায়। এবার সেই ত্রুটির সংশোধনের জন্যেই রাজ্যের স্কুলশিক্ষা দফতর, স্কুল কর্তৃপক্ষের থেকে উন্নয়নের জন্য প্রয়োজনীয় আর্থিক প্রস্তাব চেয়ে পাঠালেন। বিকাশ ভবন সূত্রের খবর, সম্প্রতি জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি স্কুলের থেকে উন্নয়নের জন্য আর্থিক প্রস্তাব সংগ্রহ করতে হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবং তা দ্রুত দফতরে পাঠাতে হবে। তার ভিত্তিতে অর্থ বরাদ্দ করবে সরকার। উল্লেখ্য প্রতি বছরেই এমন প্রস্তাব স্কুল শিক্ষা দফতর থেকে চাওয়া হয়। এতদিন অবধি এই প্রস্তাব পেশ আবশ্যিক না হলেও এবছর থেকে এটা বাধ্যতামূলক করা হয়েছে। এ প্রসঙ্গে স্কুল শিক্ষা দফতরের এক অধিকর্তা জানালেন, ” শর্ত হল জেলা পরিষদ বা পুরসভার কোনও এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে স্কুলের পরিকাঠামো সংক্রান্ত রিপোর্ট তৈরি করতে হবে। তার ভিত্তিতে অর্থ বরাদ্দ করবে দফতর। ” কারণ তাঁদের মতে সর্বশিক্ষার এই রিপোর্ট নির্বাচনের সময়ে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরী করছে।কোথাও ক্লাসরুমের অভাব, কোথাও পর্যাপ্ত পরিকাঠামোর অভাবের অভিযোগ উঠেছে। এছাড়া  স্কুলে নীল সাদা রং করাকে কেন্দ্র করে বিতর্ক তো রয়েছেই। কিন্তু এত কিছুর পরেও সরকার যে সর্বাঙ্গীনভাবেই বিদ্যালয় গুলির পরিকাঠামোর উন্নতি করতে চায় সে ভাবনাকে কোনো গুরুত্বই প্রদান করা হচ্ছেনা। তবে এবার থেকে জেলা স্কুল পরিদর্শকদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!