এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগেই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

পঞ্চায়েতের আগেই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

পঞ্চায়েতের আগেই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী। এদিন তিনি জানালেন আগামী দুই এপ্রিল থেকে চালু হচ্ছে ই-পেনশন।যা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য অন্যতম বড় সুখবর। এদিন পার্থবাবুর সাথে উচ্চ শিক্ষা সংসদের একটি বৈঠক হয় আর তার পরেই তিনি ই-পেনশন চালুর কথা ঘোষণা করেন। এই নিয়ে তিনি বলেন, ”আজ থেকে আমরা ই-পেনশন চালু করলাম। দুই এপ্রিল থেকে অনলাইনে আমরা ই-পেনশন চালু করছি। আমরা বহুদিন ধরেই এই ব্যবস্থাটি চালু করার চেষ্টা করছিলাম।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পাশাপাশি সরকার কেন এই ব্যাবস্থা চালু করেছে তারও বাখ্যা দেন এদিন তিনি। এই নিয়ে বলেন, ”শিক্ষক বা শিক্ষাকর্মীদের অবসরের সময় অর্থের দরকার পড়ে। কিন্তু, তা বিভিন্ন কারণে বিলম্বিত হয়।” মুখ্যমন্ত্রীর উদ্যোগেই যে এটি এত তাড়াতাড়ি চালু করা হয়েছে তাও বলেন জানান, “মুখ্যমন্ত্রীও এটা তাড়াতাড়ি করার নির্দেশ দিয়েছিলেন। সেই কথা মাথায় রেখে এটা আজ আমি আনুষ্ঠানিকভাবে চালু করলাম। দুই এপ্রিল থেকে তা কার্যকর হবে।” এই প্রকল্প চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!