এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় স্বস্তি রাজ্য সরকারের, পঞ্চায়েত সামলাতে চার রাজ্য থেকে আসছে বাহিনী

বড় স্বস্তি রাজ্য সরকারের, পঞ্চায়েত সামলাতে চার রাজ্য থেকে আসছে বাহিনী

সিকিম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনা এই চার পড়শি রাজ্য থেকে ১৮ কোম্পানি বাহিনী আসছে পঞ্চায়েত ভোটের নিরাপত্তা রক্ষা করার জন্য। চার কোম্পানি বাহিনী পৃথক পৃথকভাবে পাঠাচ্ছে অন্ধ্রপ্রদেশ ও সিকিম। দু কোম্পানি আসবে তেলেঙ্গনা এবং ওড়িষা থেকে এমনটাই জানাচ্ছে নবান্ন সূত্রের খবর। জানা গেছে এই ভোটের নিরাপত্তার জন্য অসম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা এবং পাঞ্জাব এই ৫ রাজ্যের কাছে আবেদন পাঠিয়েছিল নবান্ন। কিন্তু প্রথমে বিষয়ে গুরুত্ব দেয়নি ওই রাজ্যগুলোর প্রশাসনিক মহল। তাই এ রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্বরা ওই রাজ্যেগুলোর সাথে কথা বলার পরই নিরাপত্তা বাহিনী পাঠায় তাঁরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রের খবর থেকে আরো জানা যায় যে রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরে এদিন ভোটের নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে হয়ে যায় এক জরুরি মিটিং। রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ, এডিজি( আইন- শৃঙ্খলা) অনুজ শর্মা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য এঁরা হাজির ছিলেন এই মিটিং এ। আজ থেকেই জেলায় জেলায় মোট ৯ হাজার নিরাপত্তা বাহিনী পাঠাতে চলেছে কোলকাতা পুলিশ বিভাগ। এর ভিতর ৭০০০ জন কনস্টেবল এবং হোমগার্ড এবং অ্যাসিস্ট্যান্ট সান ইন্সপেক্টর থাকছেন ১,৫০০ জন। এছাড়াও সাব ইন্সপেক্টর থাকছেন ৫০০ জন। এঁদের পরিচালনার দায়িত্বে থাকছেন কোলকাতা পুলিশেরই অ্যাসিট্যান্ট কমিশনাররা। এই পুলিশবাহিনীর ভিতর বেশীরভাগদেরই পাঠানো হচ্ছে নদীয়া এবং হুগলীর গ্রামীণ এলাকায়।হুগলী গ্রামীণে যাচ্ছে ১,৭০০ জন পুলিশকর্মচারী এবং নদীয়াতে যাচ্ছেন ১,৫৯০ জন জন পুলিশকর্মচারী। এছাড়া হাওড়া গ্রামীনের বরাতে রয়েছে ১,১০০, মুর্শিদাবাদে ১০০০, বসিরহাটে ৯০০, পূর্ব বর্ধমানের ৭০০, সুন্দরবনে ৬০০, বারাসাতে ৪৬০,বারুইপুরে ৪০০ জন পুলিশ কর্মচারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!