এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েতে বঙ্গ বিজেপির ‘অডিয়েন্স সেট’ করতে বিশেষ পরিকল্পনায় অমিত শাহ

পঞ্চায়েতে বঙ্গ বিজেপির ‘অডিয়েন্স সেট’ করতে বিশেষ পরিকল্পনায় অমিত শাহ

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে রাজ্যে আমন্ত্রন জানিয়ে দলীয় সংগঠন কে উজ্জ্বীবিত করার পরিকল্পনা করছে রাজ্য বিজেপি। রাজ্যের দলীয় নেতৃত্বের ধারণা, পঞ্চায়েত নির্বাচনের আগে শাহ এসে দলের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখলে তাঁকে খুশি করার জন্যেই কর্মীদের আগে থেকে কাজে তৎপরতা দেখাতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যার ফলে দলীয় সংগঠনেরই সবরকম ভাবে লাভ হবে। দলীয় সূত্রের খবর অনুসারে দু’দফায় আগামী ৮, ৯ এবং ১৯, ২০ এপ্রিল রাজ্যে আসার কথা সর্বভারতীয় বিজেপি সভাপতির। রাজ্য বিজেপি-র কোর কমিটির বৈঠকে ঠিক হয়েছে ৮ এপ্রিল শিলিগুড়ি ও জলপাইগুড়িতে বুথকর্মী সম্মেলন করবেন এবং চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলবেন তিনি। পরের দিন বর্ধমানে কৃষকদের সঙ্গে কথা বলে কলকাতায় এসে ছাত্র-যুবদের সম্মেলনে অংশ নেওয়ার পরিকল্পনা তাঁর।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দ্বিতীয় দফায় ১৯ এপ্রিল দলের দক্ষিণবঙ্গের চারটি জোনের নেতৃত্ব এবং শক্তি কেন্দ্র প্রমুখদের সঙ্গে বৈঠক করার সম্ভবনা শাহের। পরিকল্পনা অনুসারে তৃণমূলের হাতে আক্রান্ত মহিলা কর্মীদের কয়েক জনের সঙ্গেও তাঁর ঐদিন বৈঠক হতে পারে। ২০ এপ্রিল শাহ পশ্চিমবঙ্গের আর্থিক দৈন্য, শিল্পের অভাব এবং কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের বেতন কাঠামোর বিপুল ফারাক প্রভৃতি বিষয় নিয়ে আয়োজিত একটি আলোচনাসভায় অংশ নিতে পারেন। এদিন সাংবাদিক সম্মেলনের সম্ভবনা রয়েছে। এছাড়া শাহের সফরকালীন মোট ৪ দিনের একদিন রাজ্যের মৎস্যজীবিদের সাথে কথা বলার জন্যে আলোচনা সভার সম্ভবনা রয়েছে । রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কে দলের সর্ব ভারতীয় সভাপতির চা-শ্রমিক, কৃষক এবং মৎস্যজীবিদের সাথে আলাদা করে বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ বাবু বললেন, ”সমাজের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে উনি বসতে চেয়েছেন।” তবে দলের বিশ্লেষণ অনুসারে পঞ্চায়েতের ভোটারদের একটা বড় অংশ জীবিকাসূত্রে চা-শ্রমিক, কৃষক এবং মৎস্যজীবী ।তাই উল্লেখ্য ঐসব পেশার মানুষদের সাথে শাহ এর বৈঠক নিঃসন্দেহেই ভোটারদের মধ্যে বিজেপি কে নির্বাচনের বিষয়ে একটা সুপ্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!