এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীকে ‘নৃশংসভাবে’ খুন করে গ্রেপ্তার বিজেপি প্রার্থী

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীকে ‘নৃশংসভাবে’ খুন করে গ্রেপ্তার বিজেপি প্রার্থী


উত্তর ২৪ পরগনার হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির একটি আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন বিপ্লব সরকার। গত ১৪ ই মে পঞ্চায়েত নির্বাচনের দিন নির্বাচনী বুথের বাইরে একদল বাইকওলা দুষ্কৃতি বাহিনীর আক্রমনে গুরতর আহত হন তিনি। ঐদিন চিকিৎসার জন্যে কলকাতায় আনা হয় অল্প দিনের মধ্যে এক বেসরকারী নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার করা হল বিজেপি প্রার্থী বিবেক বিশ্বাসকে।এছাড়াও এই খুনের ঘটনায় এ যাবত ৬ জন কে পুলিশ গ্রেফতার করে। এদিন খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি প্রার্থীকে আদালতে হাজির করা হয়। উল্লেখ্য নিহত তৃণমূল কংগ্রেস প্রার্থী পঞ্চায়েত নির্বাচনের ফলফল ঘোষণার পরে জানা যায় বিজয়ী হয়েছেন। জানা গিয়েছে গ্রেফতার হওয়া সকল অভিযুক্তই বিজেপি দলের কর্মী। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব সরকারের  খুন ও বিজেপি প্রার্থীর গ্রেফতার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, “এই ঘটনাই প্রমাণ করে বিজেপি এবার ভোটে কতটা প্রতিহিংসাপরায়ণ ছিল।” তাঁর মতে যে রাজনৈতিক দলের নির্দেশে সেই দলের কর্মী সমর্থকেরা নির্বাচনের দিন মানুষ খুনের মতো ঘৃণ্যতম কাজ করে। তাদের রাজনৈতিক দলের স্বীকৃতি অবিলম্বে বাতিল করা উচিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!