এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই দুষ্কৃতীদের তালিকা তৈরী করে কড়া নজরদারি শুরু

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই দুষ্কৃতীদের তালিকা তৈরী করে কড়া নজরদারি শুরু

রাজ্যে পঞ্চায়েতে বোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি হতে না হতেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে অশান্তি। তাই বোর্ড গঠনের দিন যত এগিয়ে আসছে ততই এই গন্ডগোল রুখতে সতর্ক ভূমিকা নিচ্ছে পুলিশ প্রশাসনও। সূত্রের খবর, কোচবিহারে পঞ্চায়েতের দখল কার হাতে থাকবে তা নিয়ে শাসকদলের নেতাদের মধ্যেও চরম বিবাদ অব্যাহত। দিনহাটার বিভিন্ন এলাকার চরম গন্ডগোলে প্রবল চাপে রয়েছে জেলা প্রশাসন। এমনকী কদিন আগেই কোতোয়ালি থেকে ছজনকে অস্ত্রসহ গ্রেপ্তারে এলাকার তৃনমূল নেতাদের যোগও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই পরিস্থিতিতে গত মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানাগুলিকেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি জেলার ল্যান্সডাউন হলে জেলাশাসক কৌশিক সাহা ও পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জেলার নিরাপত্তার ব্যাপারে জেলার পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে একটি বৈঠকও করেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে জেলার গন্ডগোলপূর্ন এলাকায় অতিরিক্ত পুলিস ফোর্স মোতায়েন করার পাশাপাশি অনেক এলাকায় সাদা পোশাকের পুলিশও মোতায়েন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এমনকী গন্ডগোল এড়াতে 24 ঘন্টা নজরদারি চালানোর ব্যাপারেও এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অশান্তি দমাতে পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারির সাথে সাথে স্পেশাল টিম ও মোবাইল ভ্যানকে জোরদার করা হচ্ছে। এদিন এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বলেন, “কোনওরকম গন্ডগোল পাকালে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বোর্ড গঠনের আগে কোনো অশান্তি বরদাস্ত করা হবে না।” সব মিলিয়ে আগামী 23 আগষ্ট থেকে কোচবিহারে পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে জেলার বিভিন্ন প্রান্তে অশান্তিকে দমানোই এখন যে মূল চ্যালেঞ্জ জেলা প্রশাসনের তা এককথায় বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!