এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > হাজার জনপ্রতিনিধিকে টেবিল পেতে এক জায়গায় বসিয়ে বোর্ড গঠন জ্যোতিপ্রিয়-গড়ে

হাজার জনপ্রতিনিধিকে টেবিল পেতে এক জায়গায় বসিয়ে বোর্ড গঠন জ্যোতিপ্রিয়-গড়ে


পঞ্চায়েত বোর্ড গঠনের নির্দেশিকা জারি হতেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড় বলে পরিচিত উত্তর ২৪ পরগনায় বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে ফয়সালা না হওয়ায় উত্তর ২৪ পরগনায় ১৯৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র ৯০ টি গ্রাম পঞ্চায়েত এবং ২২ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৫ পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করা হবে।

গতকাল দলীয় বৈঠকে ৯০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪৮ জন দলনেতা নির্বাচিত করল ঘাসফুল শিবির। আজ বাকি ৪২ টি গ্রাম পঞ্চায়েতে দলনেতা নির্বাচিত হবার কথা রয়েছে। এমনটাই জানা গিয়েছে, জেলা প্রশাসন সূত্রের খবরে। উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখ পঞ্চায়েত দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছিল, যেখানে একটি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়সালা হয়েছে, সেই সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বাদ দিয়ে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এমন জায়গাতেই বোর্ড গঠন করা যাবে।

কাজেই নিরঙ্কুশভাবে জেতা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভাগ্য সুপ্রিম কোর্টের রায়ের উপর ঝুলে রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, ১৬ -২৯ আগষ্টের মধ্যে পঞ্চায়েতগুলির, ৩১ আগষ্ট -৬ সেপ্টেম্বরের মধ্যে পঞ্চায়েত সমিতি গুলির এবং ১০ – ১৩ সেপ্টেম্বরের মধ্যে জেলা পরিষদের বোর্ড গঠন সম্পন্ন করে ফেলতে হবে। তবে জানা গিয়েছে, এখনই উত্তর ২৪ পরগনায় কোনো জেলা পরিষদের বোর্ড গঠন হচ্ছে না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জেলা পরিষদের ৫৭ টি আসনের মধ্যে ৯ টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করেছিল তৃণমূল কংগ্রেস। বাকি ৪৮ টি আসনে নির্বাচন হলেও শাসকদলই জয়ী হয়েছিল – সব আসনে। কিন্তু ৯ টি জেলা পরিষদের আসনের ফয়সালা না হওয়ায় আপাতত জেলা পরিষদেই বোর্ড গঠনের প্রক্রিয়া আটকে রয়েছে আদালতের নির্দেশে।

এদিন বোর্ডের দলনেতা নির্বাচনের জন্য তৃনমূলের তরফ থেকে নিউ ব্যারাকপুরে এক হাজার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়েছিল। ৯০ টি পঞ্চায়েতের জন্য সর্বতোভাবে গতকাল বনগাঁ মহকুমা এবং ব্যারাকপুর মহকুমার সম্পূর্ণ এবং বারাসাত মহকুমার আংশিক এলাকা মিলিয়ে ৪৮ টি পঞ্চায়েতের মধ্যে ৪৮ জন দলনেতা নির্বাচন করা হয়েছিল। রবিবার বারাসাতের বাকি অংশ এবং বসিরহার মহাকুমা এলাকার ৪২ টি পঞ্চায়েতের ৪২ জন দলনেতা বাছাই পর্ব সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, জেলার ২২ টি পঞ্চায়েত সমিতির মধ্যে বনগাঁ, বাগদা, গাইঘাটা, আমডাঙা এবং হাবড়া-১ – এই পাঁচটি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন হবে। এদিন বনগাঁ, বাগদা, গাইঘাটা, আমডাঙার পঞ্চায়েত সমিতির জন্যও দলনেতা নির্বাচিত হয়েছেন। আজ, রবিবার হাবড়া-১ পঞ্চায়েত সমিতিতে দলনেতা নির্বাচিত হবেন বলে শাসকদল সূত্রের খবর।

উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানান, সবার সম্মতি নিয়েই দলনেতা নির্বাচিত হচ্ছে। এই দলনেতাদের নামই সংশ্লিষ্ট বিডিওদের কাছে পাঠিয়ে দেওয়া হবে এরপর। তারপর হাত দেওয়া হবে বোর্ড গঠন কর্মসূচিতে। সঙ্গে এটাও জানান, ‘কোথাও আমরা উপর থেকে প্রধান ও উপ-প্রধান চাপিয়ে দেব না। সংখ্যা গরিষ্ঠ সদস্যদের নির্বাচনেই প্রধান ও উপ-প্রধান ঠিক করা হবে’।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!