এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতে চাই বিপুল জয়, মহিলাদের জন্য একগুচ্ছ কর্মসূচি তৃণমূলের!

পঞ্চায়েতে চাই বিপুল জয়, মহিলাদের জন্য একগুচ্ছ কর্মসূচি তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা থেকে শুরু করে সদ্য সমাপ্ত অনুষ্ঠিত হওয়া পৌরসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে। তাই একটি বছর সেই নির্বাচনের জন্য দেরি থাকলেও, তৃণমূলের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকছে না। আর সেই কারণেই এবার মহিলাদের নিয়ে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করতে চলেছে তৃণমূল নেতৃত্ব। যেখানে তৃণমূল মহিলা কংগ্রেসকে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ময়দানে নামার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 44 জনের একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। আর তারপরেই বিভিন্ন জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছেড় মহিলাদের জন্য সরকার যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছে, সেই সমস্ত কর্মসূচির ব্যাপকভাবে প্রচার করার। এক্ষেত্রে লক্ষীর ভান্ডার থেকে শুরু করে মহিলাদের সংরক্ষণের বিষয়টি গ্রামেগঞ্জে ভালো করে প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের দেরি থাকলেও, এখন থেকেই জোরদারভাবে মহিলা ব্রিগেডকে সেই প্রচারের কাজে নামিয়ে দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!