এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > হাইকোর্টে জোর সওয়াল বিকাশ-কল্যাণের, কি হল পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য?

হাইকোর্টে জোর সওয়াল বিকাশ-কল্যাণের, কি হল পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য?

দীর্ঘ আইনি জট ছাড়িয়ে অবশেষে আবার নিজের স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে এসেছিল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। কিন্তু গতকালের সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে আবারো তা ফিরে গেল আইনি লড়াইয়ের পথে। বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে বামফ্রন্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, মনোনয়নের অতিরিক্ত দিনেও বেলাগাম সন্ত্রাস হয়েছে। রাজ্য ও নির্বাচন কমিশন – উভয়েই ব্যর্থ সন্ত্রাস ঠেকিয়ে মনোনয়ন সুষ্ঠু ও অবাধ করতে। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে স্বত্বঃপ্রণোদিত ব্যবস্থা নিক হাইকোর্ট। বিভিন্ন খবরের কাগজ দেখিয়ে শাসকদলের ‘লাগামহীন সন্ত্রাসের’ ছবি তুলে ধরেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিকাশবাবুর সওয়ালের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাল্টা ঢাল করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য। তিনি বলেন, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুমকির ফলেই রাজ্যে অশান্তির বন্যা বয়েছে, ছজন তৃণমূল কর্মী খুন হয়েছেন। মনোনয়নে হিংসা নিয়ে যদি মামলা হতে পারে, তবে দিলীপ ঘোষের বিরুদ্ধেও মামলা করতে হবে। দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে স্বত্বঃপ্রণোদিত ব্যবস্থা নিক হাইকোর্ট। কল্যানবাবুর সওয়ালের পরিপ্রেক্ষিতে, বিচারপতি সুব্রত তালুকদার এই বিষয়ে অভিযোগ দায়ের করতে নির্দেশ দেন। তবে দুই পক্ষের সওয়াল এখনো অব্যাহত – বিচারপতি পঞ্চায়েত মামলার কি রায় দেন সেদিকেই তাকিয়ে এখন রাজ্যবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!