এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে নির্বাচনের কাজে যুক্ত সরকারি কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু

পঞ্চায়েতে নির্বাচনের কাজে যুক্ত সরকারি কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু

রাজ্যে সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সন্ত্রাসের জেরে বহু সাধারণ মানুষ এমনকি ভোট কর্মী আহত হয়েছেন অনেকের আবার প্রাণহানী ও হয়েছে। এইরকমই একটি ঘটনা  ঘটেছিলো রাজারহাটের নবীনচন্দ্র প্রাথমিক স্কুলে। সেখানে ভোট কর্মী হিসেবে নির্বাচনের কাজে গিয়ে আহত হয়েছিলেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার রামনগর প্রাথমিক স্কুলের পার্শ্বশিক্ষক মনিরুল ইসলাম। সেদিনের আক্রমনে তাঁর চোয়াল ভাঙে, মাথা ফাটে। এখনও অবধি তাঁর ভাঙা চোয়ালে  ‘ট্র্যাকশন’ দেওয়া হয়। সূত্রের খবর অনুসারে রাজ্য নির্বাচন কমিশন এই মনিরুল ইসলামকে ক্ষতিপূরণ দিতে চলেছে। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আর প্রক্রিয়া যদি নির্বিঘ্নে সম্পন্ন হয় হয় তাহলে তিনি’ই হবে পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত প্রথম ভোট কর্মী যিনি রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক  যিনি ক্ষতিপূরণ পেলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই ঘটনা প্রসঙ্গে এদিন ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়ে মণিরুল ইসলাম বললেন, ‘‘টাকাটা দেবে কি না, আদৌ জানি না! ডিএম অফিস আগে তিনটে কাগজ (চিকিৎসা সংক্রান্ত খরচের নথি) জমা নিয়েছে। এখন বিডিও অফিস মারফত ডিএম অফিস ফের কাগজপত্র জমা নিয়েছে।’’ এদিকে মণিরুল ইসলামের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার তাঁদের চাঁপাতলার বাড়িতে গিয়েছিলেন দেগঙ্গার বিডিও অনিন্দ্য ভট্টাচার্য। অন্যদিকে  বিডিও সাহেব বললেন , ‘‘কত দাবি তা জানাতে মনিরুল ইসলামকে বলা হয়েছিল। তিনি আমাদের তা পাঠিয়েছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি।’’ সূত্রের খবর, চিকিৎসার খরচ সংক্রান্ত সব নথি আহত প্রাথমিক শিক্ষক মণিরুল ইসলামের কাছে নেই। সেই কারণে বিলের সঙ্গে যাবতীয় খরচের একটা আলাদা হিসেবও কমিশনে পাঠিয়েছে জেলা প্রশাসন। এই দুই নথির ভিত্তিতে তাঁর চিকিৎসার খরচ বাবদ প্রায় ৬০-৭০ হাজার টাকা পাওয়ার সম্ভবনা রয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!