এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ধোঁয়াশা কাটিয়ে অবশেষে আজই প্রকাশিত হতে চলেছে পঞ্চায়েতের নির্ঘন্ট

ধোঁয়াশা কাটিয়ে অবশেষে আজই প্রকাশিত হতে চলেছে পঞ্চায়েতের নির্ঘন্ট


সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ শনিবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী এইবার পঞ্চায়েত নির্বাচন সম্ভাব্য সময়ের থেকে দু মাস আগে অনুষ্ঠিত হবে। সেই মতো হিসেব করলে মে মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভবনা প্রবল। মোট ৩ থেকে ৪ দফায় এই নির্বাচন পর্ব চলবে। আর এই নির্বাচন পর্ব ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব রমজানের শুরুর আগেই নির্বিঘ্নে সমাপ্ত করার প্রচেষ্টা রাজ্য সরকারের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্যের প্রায় ৬০ হাজার আসনে পঞ্চায়েত নির্বাচন হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আগামী বছর অর্থাৎ ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন সকল রাজনৈতিক দলের কাছেই দলীয় সংগঠনগুলির ক্ষমতা ও জনসংযোগের মতন বিষয় ঝালিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা বড় প্রস্তুতি । উল্লেখ্য গত পাঁচ বছরে যে উন্নয়নের কাজ হয়েছে, তার বিস্তারিত বিবরণসহ পুস্তিকাও তৈরি করছে পঞ্চায়েত দপ্তর। উন্নয়নের বিষয়গুলির মধ্যে গ্রামীণ রাস্তা, জল সরবরাহ, ১০০ দিনের কাজ, মিশন নির্মল বাংলা, বাড়ি তৈরি, সেচ ব্যবস্থার অগ্রণী ভূমিকা রয়েছে। এমনিতে রাজ্যের সবকটি জেলা পরিষদই বর্তমানে রাজ্যের শাসকদলের অধীনে, তা তারা ধরে রাখতে পারে নাকি কোনো বিরোধী শক্তি দুর্বার গতিতে উঠে এসে সেই একছত্র আধিপত্যে থাবা বসায় সেদিকেই এখন তাকিয়ে সমগ্র বঙ্গবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!