এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সামনে এল পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট, একনজরে কবে কোথায় ভোট?

সামনে এল পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট, একনজরে কবে কোথায় ভোট?

বেজে গেল পঞ্চায়েত ভোটের দামামা। রাজ্য সরকারের তরফে সরকারিভাবে এখনো কিছু জানানো না হলেও, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার। রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ভোট নিয়ে যে চিঠি দিয়েছে বলে দাবি, সেখান থেকে জানা যাচ্ছে আগামী মে মাসের ৩ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোটগ্রহণ হতে পারে, ৭ মে মুর্শিদাবাদ সহ গঙ্গার দুপাশের ছয় জেলায় ও ১০ মে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভোটগ্রহণ হতে পারে। ফলাফল প্রকাশ হতে পারে আগামী ১৩ মে। সূত্রের খবর যে কোনো দিনই এই নির্বাচনীঘন্টর সরকারি ঘোষণা হয়ে যেতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!