এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের ত্রিস্তরে কোন দলের প্রাপ্ত ভোট শতাংশ কত – একনজরে

পঞ্চায়েতের ত্রিস্তরে কোন দলের প্রাপ্ত ভোট শতাংশ কত – একনজরে


বাংলার বুকে সদ্য হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচন ঘিরে একদিকে যখন সম্মিলিতভাবে বিরোধীরা বলছেন শাসকদলের ‘লাগামহীন সন্ত্রাসের’ ফলে আসল ফলাফল সামনে আসেনি, অন্যদিকে তখন শাসকদল সেইসব দাবিকে নস্যাৎ করে দিয়ে জানাচ্ছে, বিরোধীদের সংগঠনই নেই রাজ্যজুড়ে, আর তাই মুখ বাঁচাতে সন্ত্রাসের ‘নাটক’ করছে বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন সরকারিভাবে পঞ্চায়েতের ত্রিস্তরের ফলাফল বিস্তারিতভাবে জানালো। সেই ফলাফলের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রাপ্ত ভোট শতাংশ একনজরে –

জেলা পরিষদ –
তৃণমূল কংগ্রেস – ৫৬.০১%
বিজেপি – ১৯.০১%
বামফ্রন্ট – ১০.০৩%
কংগ্রেস – ৩.৬৪%
অন্যান্য – ১১.০৪%

পঞ্চায়েত সমিতি –
তৃণমূল কংগ্রেস – ৪৪.২৯%
বিজেপি – ১৭.৮৩%
বামফ্রন্ট – ৯.৩৮%
কংগ্রেস – ৩.৬১%
অন্যান্য – ২৪.৮৯%

গ্রাম পঞ্চায়েত –
তৃণমূল কংগ্রেস – ৪২.৪৪%
বিজেপি – ১৭.২১%
বামফ্রন্ট – ৭.৫৫%
কংগ্রেস – ৩.৮০%
অন্যান্য – ২৯.০০%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!