এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের আগে বিরোধীদের ‘ছন্নছাড়া’ ‘হাঁড়ির হাল’ প্রকাশ করলেন পঞ্চায়েত মন্ত্রী

পঞ্চায়েতের আগে বিরোধীদের ‘ছন্নছাড়া’ ‘হাঁড়ির হাল’ প্রকাশ করলেন পঞ্চায়েত মন্ত্রী


গতকাল হাওড়ার শরৎ সদনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সুব্রতবাবু ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক, মেয়র, বিধায়ক ও পঞ্চায়েতের প্রতিনিধিরা। এই অনুষ্ঠানে এসে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে বিরোধী শিবিরের ভাবনা চিন্তার বিষয়ে সংশয় প্রকাশ করে মন্ত্রী সুব্রতবাবু বলেন, সামনেই পঞ্চায়েত ভোট। ক’দফায় ভোট হবে তা নিয়ে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা শুরু হয়েছে। কিন্তু বিরোধীদের যা ছন্নছাড়া হাল, তাতে ওরা পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও খবর রাখে বলে তো মনে হয় না।

এরপর চুড়ান্ত আত্মবিশ্বাসের সাথে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করেছেন, তাতে যত দফাতেই ভোট হোক না কেন, জিতব আমরাই। এবিষয়ে কোনও সন্দেহ নেই। এরপর হাওড়া জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি পরিসংখ্যান ধরে একে একে বলেন, হাওড়া জেলায় গ্রামীন এলাকায় যত বাড়ি আছে সব বাড়িতেই শৌচাগার হয়েছে। মোট ৬ লক্ষ ১ হাজার ৮৭৭ টি বাড়ি রয়েছে। ২ লক্ষ ৬ হাজার ৮ টি বাড়িতে শৌচাগার ছিলনা। মিশন নির্মল বাংলায় এখন সব বাড়িতেই শৌচাগার হয়েছে। হাওড়ায় গুণগত দিক থেকেও ভাল কাজ হয়েছে। ফলে মুক্ত শৌচহীন জেলা হিসেবে ঘোষণা করতে পেরে ভালো লাগছে। শুধু শৌচাগার তৈরি করলেই হবে না, সকলে ঠিকমতো ব্যবহার করছে কি না সেদিকেও নজর রাখতে হবে। এবিষয়ে আরও সক্রিয় হতে হবে গ্রামের জনপ্রতিনিধিদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!