এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পঞ্চায়েত নিয়ে প্রস্তুতি বৈঠক তৃণমূলের, স্বাগত জানিয়ে একি বললেন শুভেন্দু!

পঞ্চায়েত নিয়ে প্রস্তুতি বৈঠক তৃণমূলের, স্বাগত জানিয়ে একি বললেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আগামী 8 সেপ্টেম্বর বুথ স্তরের কর্মী সমর্থকদের নিয়ে নেতাজি ইন্ডোরে তৃণমূলের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। যেখানে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, পঞ্চায়েতের প্রস্তুতি নিয়েই এই বৈঠক বলে মনে করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “বৈঠক তো করতেই পারে, করুন। তৃণমূল তো এখনও পর্যন্ত নথিবদ্ধ দল। কিন্তু ওদের দলটা চলে কোম্পানির মত। তবে আমরা এটাই চাই, সব দল প্রস্তুতি করবে। সবাই নির্বাচনে লড়বে। একজন জিতবে, আর একজন হারবে। এটাই গণতন্ত্রের রীতি হওয়া উচিত।”

অর্থাৎ গণতান্ত্রিক রীতিনীতিকে সম্মান জানিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!