এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চূড়ান্ত হল মনোনয়নের বাড়তি দিন, পঞ্চায়েত ভোটগ্রহণ কবে হচ্ছে?

চূড়ান্ত হল মনোনয়নের বাড়তি দিন, পঞ্চায়েত ভোটগ্রহণ কবে হচ্ছে?


অনেক টালবাহানার পর আদালতের রায় অনুযায়ী আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বাড়তি মনোনয়নের দিন চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। সূত্রের খবর আগামীকালই ঘোষণা হয়ে যেতে পারে অতিরিক্ত মনোনয়নের দিন সম্পর্কে। সেক্ষেত্রে আগামী সোমবার ২৩ শে এপ্রিল হতে পারে মনোনয়ন পর্বের চূড়ান্ত দিন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে মনোনয়নের দিন নিয়ে সিদ্ধান্তে এলেও নির্বাচনী নির্ঘন্ট নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি নির্বাচন কমিশন। আদালতের রায় অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে সেই দিন ধার্য করতে হবে। সেই জন্যে আজ বিরোধীদের দুজন করে প্রতিনিধিকে নির্বাচন কমিশন করে দফায় দফায় ডাকে। কিন্তু বিজেপি আগেই জানিয়ে ছিল তাদের তরফে ৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবেন, বিজেপির দাবি তা মেনেও নিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু বিকেলে মুকুল রায়ের নেতৃত্ত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গেলে রাজ্য পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। ফলে পুনরায় আদালতের স্মরণাপন্ন হয় রাজ্য বিজেপি, আদালত সেই অভিযোগ করেছে বলেও বিজেপির তরফে দাবি। সবমিলিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে জট এখনই কাটছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!