এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কে পাবেন পঞ্চায়েত সমিতির প্রধানের পদ – জোর লড়াই হেভিওয়েটদের মধ্যে

কে পাবেন পঞ্চায়েত সমিতির প্রধানের পদ – জোর লড়াই হেভিওয়েটদের মধ্যে

এবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শাসক-বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। নির্বাচনের পরে অবশ্য দেখা গেছে যে সিংহভাগ পঞ্চায়েতেই জয় পেয়েছে শাসকদল তৃনমূল কংগ্রেস। আর এরপরই বিভিন্ন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে কে প্রধান হবেন তা নিয়ে শাসক বনাম শাসকের লড়াইয়ে তৈরি হয়েছে তীব্র চাপানউতোর। ইতিমধ্যেই রাজ্যের ফালাকাটা পঞ্চায়েত সমিতিতে শাসকদলের কে প্রধান হবে তা নিয়ে ক্রমশ রহস্য ঘনীভূত হতে শুরু করেছে।

জানা যায়, 35 আসনবিশিষ্ট এই ফালাকাটা পঞ্চায়েত সমিতিতে 20 টি তৃনমূল, 13 টি বিজেপি ও সিপিএম 1 টি ও আরএসপি 1 টি আসন পায়। ফলে এই বোর্ড তৃনমূলের দখলে যাওয়ায় পঞ্চায়েত সমিতির প্রধান এখন জল্পনা উঠতে শুরু হয়েছে যে কে হবেন এই পঞ্চায়েত সমিতির সভাপতি?  জানা গেছে, ইতিমধ্যেই এই ফালাকাটা ব্লকের শাসকদলের দুই সাধারন সম্পাদক সুরেশ লালা ও রতন সরকারের নাম এই সভাপতি পদে উঠে এসেছে। তবে এ ব্যাপারে তাঁরা দুজনেই মুখে কুলুপ এটেছেন। দলের ওপরই সমস্ত সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন তাঁরা। তবে এই দুইজনের মধ্যে কে সভাপতি হবেন সে প্রসঙ্গে ফালাকাটা তৃনমূলের পর্যবেক্ষক তুষার চক্রবর্তী বলেন, “জেলা সভাপতি মোহন শর্মা বাইরে থাকায় তিনি ফিরলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এদিকে এই পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়ে ফালাকাটা ব্লক সভাপতি এবং বিধায়ক অনিল অধিকারী বলেন, “এখনও এগুলো নিয়ে আলোচনা হয়নি। তবে যোগ্য ব্যাক্তিই সভাপতি হবেন।” এখন দেখার হব মহলে ঘোরাফেরা করা এই দুটি নামের মধ্যে থেকে কে হন ফালাকাটায় পঞ্চায়েত সমিতির প্রধান! যার দিকে তাকিয়ে সকলে।  

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!