এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কি হল পঞ্চায়েত মামলার রায়? কবে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন?

কি হল পঞ্চায়েত মামলার রায়? কবে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন?

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ একগুচ্ছ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তারমধ্যে অন্যতম ছিল আসন্ন নির্বাচনে ভোটকর্মী হিসাবে নির্বাচনী প্রক্রিয়ায় যোগদানকারী সরকারি কর্মচারী ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিয়ে বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীলের করা জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানির শেষে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ একাধিক গুরুত্ত্বপপূর্ন নির্দেশ দিয়েছে। এই বিষয়ে প্রিয়বন্ধু বাংলার তরফে দেবাশিস শীলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতের নির্দেশ হল –

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

১. বাকি সমস্ত রাজনৈতিক দলের করা মামলার থেকে সরকারি কর্মচারীদের নিরাপত্তাজনিত জনস্বার্থ মামলাটির গুরুত্ত্ব সম্পূর্ণ আলাদা
২. ফলে বাকি মামলার শুনানি একত্রে হলেও, এই মামলার শুনানি সম্পূর্ণ আলাদা হবে
৩. পঞ্চায়েত নির্বাচন নিয়ে সমস্ত মামলার শুনানি আগামী মঙ্গলবার হবে
৪. আদালতের নির্দেশ অনুসারে বুথভিত্তিক নিরাপত্তার কি ব্যবস্থা প্রশাসন করছে তা আজ হলফনামা দিয়ে জানানোর কথা ছিল
৫. কিন্তু অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আজ সেই রিপোর্ট জমা দিতে পারেননি, তিনি অতিরিক্ত সময় চেয়েছেন
৬. রাজ্য সরকারের তরফে সেই রিপোর্ট গোপনভাবে আদালতকে দেওয়া হবে, আবেদনকারীদের নয়
৭. আদালতে তা গোপনভাবে জমা পড়লেও, আদালত তা আবেদনকারীদের (এক্ষেত্রে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দেবাশিস শীল ও তাঁর আইনজীবীকে) কাছে পাঠাবে
৮. আবেদনকারীরা সেই রিপোর্টে সন্তুষ্ট হলে তবেই এই মামলার ফয়সালা হতে পারে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!