ডিভিশন বেঞ্চের রায়ের আগেই বড় ধাক্কা শাসকদল ও নির্বাচন কমিশনের বিশেষ খবর রাজ্য April 16, 2018 আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং অনিন্দ্য মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ বিকেল সাড়ে চারটের সময় নিজেদের রায় জানাবেন। তার আগে পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার উপর দেওয়া স্থগিতাদেশ মঙ্গলবার পর্যন্ত বাড়িয়ে দিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ফলে ডিভিশন বেঞ্চ নিজে কোনও রায় না দিলে, ভোট নিয়ে অনিশ্চয়তা অন্তত মঙ্গলবারের আগে কাটছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার উপর বিচারপতি সুব্রত তালুকদারের জারি করা অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই মামলার রায়দান বিকেল সাড়ে চারটেয়। আপনার মতামত জানান -