এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কি হল পঞ্চায়েতের রায়? কি বলল কলকাতা হাইকোর্ট?

কি হল পঞ্চায়েতের রায়? কি বলল কলকাতা হাইকোর্ট?

রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন ক্রমশ জটিল হচ্ছে আইনি জটে। একদিকে যখন কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের দেওয়া ই-মনোনয়ন নিয়ে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য নির্বাচন কমিশন, অন্যদিকে তখন রাজ্য সিপিএমের করা মামলায় কলকাতা হাইকোর্টে আবার মুখ পুড়ল রাজ্য নির্বাচন কমিশনের। আর সব মিলিয়ে আগামী ১৪ মে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ আপাতত চলে গেল বিশ বাঁও জলে। রাজ্য সিপিএমের করা মামলায় বিচারপতিদের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন: পঞ্চায়েতে কি কেন্দ্রীয়বাহিনী? কি জানাল কলকাতা হাইকোর্ট?

বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই নির্বাচনের দিন ঠিক হয়েছে – সিপিআইএমের করা এই মামলার শুনানি পিছল কাল পর্যন্ত। জানা গেছে যে আগামীকাল সকাল সাড়ে দশটায় ফের শুনানি। এই শুনানিতে বিচারপতিদের তীব্র কটাক্ষের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন। বিচারপতিরা প্রশ্ন তুলেছেন যে, কোন আলোচনাকে অর্থপূর্ণ বলতে চেয়েছে কমিশন তা পরিষ্কার করুক। প্রথমে ভোটের দিন ঘোষণা করে, তার পরে আলোচনা এটা কি যুক্তিযুক্ত? পাশাপাশি কমিশনকে প্রশ্ন করা হয় যে আলোচনার পর ভোটের দিন ঘোষণায় অসুবিধা কি ছিল? ফলে এখনো নিশ্চিত নয় আগামী ১৪ মের ভোটগ্রহণ বলে ধারণা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!