এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নিয়ে আদালতের রায় – যেসব গুরুত্ত্বপূর্ন বিষয়ে ফয়সালা হতে চলেছে

পঞ্চায়েত নিয়ে আদালতের রায় – যেসব গুরুত্ত্বপূর্ন বিষয়ে ফয়সালা হতে চলেছে

পঞ্চায়েতে শাসকদলের বাধা ও তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট বিরোধীদের মামলার পরিপ্রেক্ষিতে বিরোধীদের করা মামলায় সব পক্ষের শুনানি গতকাল শেষ হয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে। বিচারপতি তালুকদার আজ বিকেল ৪:৩০ টের সময় সেই মামলার রায়দান করবেন। কি হতে চলেছে পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য সেই রায়ের পরেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে। আর সেদিকেই এখন তাকিয়ে শাসক-বিরোধী-নির্বাচন কমিশন থেকে শুরু করে আপামর জনসাধারণ। কিন্তু কি হতে পারে সেই রায়ে? কোন কোন বিষয়ে হতে পারে সিদ্ধান্ত? আসুন দেখে নেওয়া যাক একনজরে –

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

১. হাইকোর্টে অন্যতম বিরোধী বিজেপির করা মূল মামলাটি আদৌ গ্রহণযোগ্য কিনা
২. নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর আদালতের হস্তক্ষেপ সম্ভব কিনা
৩. নির্বাচন কমিশনের মনোনয়ন প্রক্রিয়া একদিন বর্দিত করে তা আবার প্রত্যাহার করে নেওয়া আইনসঙ্গত হয়েছে কিনা
৪. নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত গ্রহণে শাসকদল ও প্রশাসনের যে ‘উপদেশ’ কাজ করেছিল তা কতটা আইনসঙ্গত
৫. কমিশনের এই প্রত্যাহারের সিদ্ধান্ত কতটা স্বতঃপ্রণোদিত, কতটাই বা কোনোরকম ‘চাপের’ মুখে
৬. পঞ্চায়েতের মনোনয়ন পর্বে, সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান হয়ে কমিশন তার সঠিক দায়িত্ব পালন করেছে কিনা
৭. কি হবে পঞ্চায়েতের নির্ঘন্ট
৮. বিরোধীদের দাবি মেনে মনোনয়নের দিন কি বর্ধিত হবে
৯. সেক্ষত্রে নতুন নির্বাচনী নির্ঘন্ট কি হবে, ভোটগ্রহণের দিনক্ষণ কি পাল্টাচ্ছে
১০. অধীর চৌধুরীদের দাবি মেনে নির্বাচন কি আদালতের নজরদারিতে হবে
১১. রাজ্যের আইনশৃঙ্খলার উপর বিরোধীদের আস্থা না থাকায় সমগ্র নির্বাচনী প্রক্রিয়া কি কেন্দ্রিয়বাহিনীর দায়িত্ত্বে হবে
১২. নির্বাচনী নির্ঘন্ট পাল্টালে, সামনেই রমজান মাস ও তারপরে ভরা বর্ষাকালের কথা মাথায় রাখা হবে
১৩. নির্বাচনী দায়িত্ত্ব পালনে যদি নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছেন, বিরোধীদের এই দাবি সত্য হয় তাহলে নির্বাচন কমিশনার কি অপসারিত হবেন
১৪. নতুন করে যদি নির্বাচনী বিধি ও নির্ঘন্ট প্রকাশিত হয় তাহলে বর্তমানে যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের কি হবে
১৫. ইতিমধ্যেই যাঁরা মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন তাঁদের কি হবে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!