এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের কি অনিশ্চিতের গেরোয় পঞ্চায়েত ভোট?

ফের কি অনিশ্চিতের গেরোয় পঞ্চায়েত ভোট?

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের একাধিক প্রশ্নের সদুত্তর দিতে ব্যর্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। এরফলে কমিশন স্বাভাবিক নিয়মেই আদালতের তিরস্কারের পাত্র হয়। হাইকোর্টের বিচারপতি এদিন কমিশনকে সোমবার সন্ধ্যার মধ্যে ৩৪১টি নথি পেশ করতে নির্দেশ জারি করে। জানা গেছে বিচারপতি মঙ্গলবার বেলা সাড়ে দশটায় মামলার রায় দান করবেন। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বাম শরিক দল সিপিএমবিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অনলাইন মনোনয়নের দাবিতে মামলা দায়ের করেছিল । বিচারপতি সেই মামলার পরিপ্রেক্ষিতে কমিশনের কার্যকলাপ’কে কড়া ভাষায় তিরস্কার করে। বিচারপতি কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ” ভোট মানে শুধু ভোটের দিন নয়, ভোট প্রক্রিয়াকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যাওয়া কমিশনের কাজ।” এদিকে নির্বাচনকে কেন্দ্র করে এখনও অবধি কমিশনের দফতরে বিভিন্ন দল এবং প্রার্থী নির্বিশেষে কী কী অভিযোগ জমা পড়েছে এবং কমিশনের পক্ষ থেকে ঐ অভিযোগের ভিত্তিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়েও সঠিক ভাবে কিছু জানা যায়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই কারণেই কী কী অভিযোগ জমা পড়েছে, তা আদালত দেখতে চায়। বিচারপতি, কমিশনের আইনজীবীকে এদিন সন্ধ্যার মধ্যে ৩৪০টি অভিযোগের নথি পেশ করতে নির্দেশ দেন। অবশ্য সিপিএম’র দায়ের করা এই মামলার প্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করে বলেন ভাঙড়ের আন্দোলনকারীদের ৯টি হোয়াটস অ্যাপ মনোনয়ন গ্রহণ করেছে কমিশন। তাহলে বামেদের করা ইমেলের মনোনয়ন কেন গ্রাহ্য হবে না ? তিনি আরও জানালেন প্রায় ১০০০ মনোনয়ন তাঁরা দিতে না পেরে মেল করেছেন। এ কথা শোনার পরেই নথি পেশের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি মঙ্গলবার রায়দান করবেন বলে জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!